নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোর ওপর ঝটিকা হামলা হয়েছে। নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী ফোরামের অনুষ্ঠানে হামলার সময় ক্রুদ্ধ বিক্ষোভকারীর মঞ্চে ওঠে স্লোগান দেয়, ‘কোমো লাইস, পিপল ডাই’ (কোমো মিথ্যা বলে, জনগণ মরে।)।
ব্রুকলিনের মেদগার এভার্স কলেজে ব্ল্যাক অ্যাজেন্ডার ডেমোক্র্যাটিক মেয়োরাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে জননিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাব দেওয়ার সময় হামলার শিকার হন তিনি। উল্লেখ্য, কোমো ২০২১ সালে নানা কেলেঙ্কারি ও অভিযোগের প্রেক্ষাপটে গভর্নর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন।