ডিভাইস প্রীতি কিংবা যে কোন ডিভাইসের প্রতি মানুষের আসক্তি বর্তমান সময়ে ভয়াবহ রূপ নিয়েছে। এই ভয়াবহতা সর্বত্র। ছোট বড় সবার মাঝেই এই প্রবণতা লক্ষণীয়, তবে ছোটদের মাঝে এই অভ্যাসটি প্রকটভাবে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ এ কথা সত্যি যে, আমাদের প্রাত্যহিক জীবনের নানা কাজে নানা ধরনের ডিভাইস আজ আবশ্যকীয়। কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ, আইপ্যাড এসব ছাড়া তো জীবনটাই থেমে যাবে। এসব ছাড়া চলা তো সম্ভবই না!