নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটান সাবওয়ে স্টেশনে বেঞ্চের বদলে লিনিং বার স্থাপন করায় বিভ্রান্তিতে পড়ে গেছে যাত্রীরা। তারা এই উদ্যোগকে ‘অস্বস্তিদায়ক’ ও ‘বিশ্রি কাজ’ হিসেবে অভিহিত করেছে। নতুন এসব ধাতব বার ওয়েস্ট ফোর্থ স্ট্রিট সাবওয়ে স্টেশনের প্লাটফর্মে শোভা পাচ্ছে।
এমটিএ জানিয়েছে, হোমলেস লোকজন যাতে বেঞ্চগুলোতে ক্যাম্প স্থাপন করতে না পারে, সে চেষ্টাতেই এসব বার বসানো হয়েছে। এর ফলে হোমলেসদের ঘুমানোর জায়গা যেমন নেই, ঠিক একইভাবে পরের ট্রেন আসার অপেক্ষায় থাকা যাত্রীদের বসার কোনো ব্যবস্থাও থাকছে না।