ইলেক্ট্রিক বাইক ও স্কুটারে লাইসেন্স প্লেট ও নিবন্ধন দরকার বলে মনে করছে সিটি কাউন্সিল। গত পাঁচ বছরে ই-বাইক দুর্ঘটনায় ৪৭ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ এ নিয়ে ভাবছে। কাউন্সিল সদস্য বব হল্ডেন এ-সংক্রান্ত একটি বিলের ওপর শুনানির পর সাংবাদিকদের বলেন, ‘আমাদের রাস্তা, আমাদের ফুটপাতে, এমনকি আমাদের ভবনগুলোর ভেতরে ই-বাইকের অভিশাপ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে। অনেক লোক এতে মারা যাচ্ছে, অনেক আহত হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ হারাচ্ছে। খুবই দুঃখজনক ঘটনা।’