বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug
৩৯ মনোনয়নপত্র  দাখিল ৪৩  হাজার ৭০০ ডলার আয়

৩৯ মনোনয়নপত্র  দাখিল ৪৩  হাজার ৭০০ ডলার আয়

চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক (চট্টগ্রাম সমিতি) এর নির্বাচন আগামী ১৯ অক্টোবর। নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ব্রুকলিনের চট্টগ্রাম সমিতির নিজস্ব কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেয় নির্বাচন কমিশন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ খালেদ, নির্বাচন কমিশনের সদস্য মুক্তিযোদ্ধা রুহুল আমিন হোসেন, শাহাব উদ্দিন সাগর, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী, মোহাম্মদ সেলিম হারুন। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা থাকলেও সন্ধ্যা থেকে উভয় প্যানেলের প্রার্থী এবং সমর্থকরা আসতে থাকেন এবং মধ্যরাত পর্যন্ত চলে মনোনয়ন জমাদান কার্যক্রম। 

আশা হোম কেয়ারের ৩য় শাখার উদ্ভোধন

আশা হোম কেয়ারের ৩য় শাখার উদ্ভোধন

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় বয়স্ক সেবা প্রতিষ্ঠান আশা হোম কেয়ার ও আশা সোস্যাল এডাল্ট ডে কেয়ার জ্যামাইকা হিলসাইডে ৩য় শাখার উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা ১৭০-০৫ হিলসাইডে নতুন শাখার উদ্ভোধন করেন আশা গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও চেয়ারম্যান ঈশা রহমান।  এর আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ইমাম আবু জাফর বেগ। উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন ছিদ্দিকী, সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ,  জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর,

Gias Ahmed

আগামীকাল ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন আগামীকাল রোববার। সকাল ১০টা ৫৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।  আজ শনিবার মার্কিন প্রতিনিধি দলটি ঢাকায় আসছে। সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তিনি এখন নয়াদিল্লি সফর করছেন। প্রতিনিধি  দলে মার্কিন পররাষ্ট্র দপ্তর, অর্থ দপ্তর, ইউএসএআইডি এরং বাণিজ্য দপ্তরের প্রতিনিধিরা থাকবেন।