ভয়াবহ এক অগ্নিকাণ্ডের শিকার হয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবন। এতে পুড়ে গেছে পাঁচ মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট মিলে প্রায় ৬ ঘণ্টা পর সকাল ৮টা ৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নির্বাপিত হতে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত সময় লেগে যায়। আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন মো. সোহানুর জামান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য।
মধ্যরাতের পর আকস্মিক এ আগুনে ভবনের ষষ্ঠ থেকে নবম পর্যন্ত চারটি তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ চারটি তলায় থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগুনে মূলত ছয়, সাত ও আট তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব তলার বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, আসবাব পুড়ে ছাই হয়ে গেছে।