শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug
নিউইয়র্কে প্রথমবার নির্মিত হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

নিউইয়র্কে প্রথমবার নির্মিত হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়ে গেছে। বিজয় মাসের শুরুর দিন দারুণ এক খবর জানানো হয়েছে। খবরটি সম্ভবত শুধু আমেরিকার নিউইয়র্কেই নয়, বলা যায় বাংলাদেশের বাইরে এই প্রথম। সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা নিউইয়র্কে অস্থায়ীভাবে নির্মাণ করতে যাচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সংগঠনটি ২৩ বছর ধরে নিউইয়র্কে পালন করে আসছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এবার দুই যুগে পদার্পণের এই ঐতিহাসিক মুহূর্তে প্রথমবারের মতো স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। ১৩ ডিসেম্বর নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় নির্মিত হবে এই অস্থায়ী স্মৃতিসৌধ। আর এতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবেন, শ্রদ্ধা জানাবেন প্রবাসীরা।

Gias Ahmed