প্রতিকী ছবি
গত এক বছরে কুইন্সে ভাড়া বেড়েছে ৪.৭৬ ভাগ। ২০২২ সালের ডিসেম্বরে যে ভাড়া ছিল ২,৬৫৪ ডলার, ২০২৩ সালের ডিসেম্বরে তা হয়েছে ২,৭৮০ ডলার।
আগের বছরের তুলনায় বরোটিতে স্টুডিও, এক বেডরুম ও দুই বেডরুমের ইউনিটগুলোর ভাড়া বেড়েছে। স্টুডিও ইউনিটে ভাড়া ৬.৩৩ শতাংশ বেড়ে ২,১০৩ ডলার থেকে হয়েছে ২,২৩৬ ডলার। এক বেডরুমের ভাড়া ৫.১৩ ভাগ বেড়ে ২,৫৫৯ ডলার থেকে হয়েছে ২,৬৯১ ডলার। দুই বেডরুমের ভাড়া ৩.৪৮ শতাংশ বেড়ে ৩,২৯৯ ডলার থেকে হয়েছে ৩,৪১৪ ডলার।
বরোর মধ্যে রিগো পার্কের স্টুডিও এবং এক বেডরুমের বার্ষিক ভিত্তিতে সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে। স্টুডিও ইউনিটের ভাড়া ২০২২ সালের ডিসেম্বরের ১,৮৭৫ ডলার থেকে বেড়ে ২০২৩ সালের ডিসেম্বরে হয়েছে ২,৫৭৫ ডলার। এক বেডরুমের ভাড়া ২,২১৫ ডলার থেকে বেড়ে হয়েছে ২,৮২২ ডলার।
আর দুই বেডরুমের ভাড়ার দিক থেকে সবচেয়ে চড়া ছিল ফ্লাশিং। এখানে একই সময়কালে ভাড়া ২,৮৮৭ ডলার থেকে বেড়ে হয়েছে ৩,৪৯৩ ডলার।
তবে রিগো পার্ক এবং ফ্লাশিংয়ের ভাড়া বাড়া সত্ত্বেও লং আইল্যান্ড সিটি ২০২৩ সালের ডিসেম্বরে তিন শ্রেণীর সবগুলোতেই সবচেয়ে ব্যয়বহুল ইউনিটে পরিণত হয়েছে।