প্রতিকী ছবি
‘আরো দক্ষতার সাথে’ স্টেশন ডিজাইন করা হলে ইস্ট হারলেমের সেকেন্ড অ্যাভেনিউ সাবওয়ে সম্প্রসারণের কাজে এমটিএ ৩০০ মিলিয়ন ডলার পর্যন্ত বাঁচাতে পারবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পটির বিশাল খরচ নিয়ে মিডিয়ায় খবর প্রকাশের পর যে পর্যালোচনা হয়েছে, তার প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য ওঠে এসেছে।
১০৬ স্ট্রিট, ১১৬ স্ট্রিট ও ১২৫ স্ট্রিটে তিনটি স্টেশন নির্মাণের মাধ্যমে কিউ লাইন সম্প্রসারণের প্রকল্পটির ব্যয় ৬.৯ বিলিয়ন ডলার থেকে কমে ৬.৬ বিলিয়ন ডলার হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।
এমটিএর নির্মাণপ্রধান জেমি টোরেস-স্প্রিঙ্গার বলেন, নতুন ডিজাইনগুলো ‘আরো কার্যকর’ বলে জানান।
মিডিয়ায় সম্প্রসারণ নকশা নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশের পর এমটিএ এ নিয়ে পর্যালোচনার উদ্যোগ নেয়।
এমটিএ আশা করছে, ইস্ট হারলেমের তিনটি নতুন স্টেশন দিনে এক লাখ লোক ব্যবহার করতে পারে।
তবে প্রকল্পটির ব্যয় শেষ পর্যন্ত কত দাঁড়াবে তা এখনই জানা যাচ্ছে না।