শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ইস্টার্ন কুইন্সে ই-স্কুটার  শেয়ার!

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৯, ২৮ জুন ২০২৪

ইস্টার্ন কুইন্সে ই-স্কুটার  শেয়ার!

ছবি: সংগৃহীত

ইস্টার্ন কুইন্সে ই-স্কুটার শেয়ারের সুযোগ আনুষ্ঠানিকভাবে চলে এসেছে। নগরীর পরিবহন বিভাগ বিষয়টি জানিয়েছে। 
ডিওটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তরে ফ্লাশিং ও আবুর্নডেল থেকে দক্ষিণে রোচডেল ভিলেজ ও স্প্রিংফিল্ড গার্ডেন্স পর্যন্ত ২০ বর্গ মাইল এলাকায় এই সুযোগটি থাকছে।

ডিওটি জানিয়েছে, প্রায় ছয় লাখ অধিবাসী এই ই-স্কুটার নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে।
ডিওটি কমিশনার ওয়াইদানিস রডরিগেজ এক বিবৃতিতে বলেন, ‘ই-স্কুটার ইস্টার্ন কুইন্সে চলে এসেছে। সফল ইস্ট ব্রনক্স পাইলট নির্মাণে আমরা খুবই উদ্দীপ্ত। এটি হবে অনেক নিরাপদ ও পরিবেশসম্মত।’
২০২১ সালের আগস্টে ইস্ট ব্রনক্সে চালু হওয়া পাইলট কর্মসূচির সম্প্রসারণ হলো এই প্রকল্পটি। ওই কর্মসূচিতে এখন পর্যন্ত ১৬৩,০০০ ইউনিক অ্যাকাউন্টে ৪.১ মিলিয়ন ই-স্কুটার ট্রিপ সম্পন্ন হয়েছে।
বার্ড, লাইম ও ভিও নামের তিনটি কোম্পানিই স্কুটারের জন্য শুরুতে এক ডলার করে ফি নিয়ে কর্মসূচিটি চালাচ্ছে। এরপর প্রতি মিনিটের জন্য ভিও ৩৯ সেন্ট এবং লাইম ও বার্ড ৪২ সেন্ট করে চার্জ ধার্য করছে।
ডিওটি জানিয়েছে, আরো কম ভাড়ায় স্থানীয়, রাজ্য ও ফেডারেল সহায়তা কর্মসূচির আওতায় আসতে পারে নিউ ইয়র্কবাসী। তাছাড়া প্রতিটি কোম্পানি অক্ষম লোকদের জন্য হুইলচেয়ারের সুবিধাও দেবে।
 

শেয়ার করুন: