শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

যুক্তরাষ্ট্রে বেকারের  সাথে ভাতাও  বাড়তে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৯, ৫ জুলাই ২০২৪

যুক্তরাষ্ট্রে বেকারের  সাথে ভাতাও  বাড়তে

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বেকারভাতা বা আনএমপ্লয়মেন্ট জন্য আবেদনকারীদের সংখ্যা গত সপ্তাহে বেড়েছে। একই সাথে জুন মাসের শেষ দিকে এসে বেকারের সংখ্যা আড়াই বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে।
একদিকে শ্রমবাজারে ভাটা, অন্যদিকে মুদ্রাস্ফীতির চাপ। আর এসবের জেরে ফেডারেল রিজার্ভ চলতি বছর সুদের হার কমাতে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সেপ্টেম্বর থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে। 

ফেড চেয়ার জেরোমে পাওয়েল বলেন, অর্থনীতি সঠিক পথে ফিরছে। তবে তিনি বলেন, সুদের হার কমানোর আগে নীতিনির্ধারকদের আরো তথ্য বিশ্লেষণ করা দরকার।
পিএনসি ফিন্যান্সিয়ালের প্রধান অর্থনীতিবিদ গাস ফাউচার বলেন, ‘শ্রমবাজার ঐতিহাসিকভাবেই শাক্তিশালী। তবে ২০২২ এবং ২০২৩ সালের প্রথম দিকে যতটা শক্তিশালী ছিল, এখন ততটা নেই।’
প্রাথমিক তথ্যে দেখা গেছে, বেকারভাতার জন্য আবেদন চার হাজার বেড়ে ২,৩৮,০০০ হয়েছে। ২৯ জুন এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি হওয়ায় প্রতিবেদনটি এক দিন আগেই প্রকাশ করা হয়।
রয়টার্সের পূর্বাভাসে বলা হয়েছিল যে বেকারের সংখ্যা হবে ২,৩৫,০০০।
নিউইয়র্কে আবেদন বেড়েছে ৪,৫০৯টি। সম্ভবত স্কুল ছুটির কারণে তা হয়েছে।
ক্যালিফোর্নিয়া, নিউজার্সি, জর্জিয়া, ইলিনয়স, আইওয়া, কেন্টাকি ও মিশিগানেও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তবে কানিকটিকাট ও ম্যারিল্যান্ডে তা কমেছে।
 

শেয়ার করুন: