শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

১,৩০,০০০ ভোট পেতে হবে

নতুন দল গড়তে যাচ্ছেন  রবার্ট এফ কেনেডি!

নবযুগ রিপোর্ট

আপডেট: ১৭:৫৯, ৫ জুলাই ২০২৪

নতুন দল গড়তে যাচ্ছেন  রবার্ট এফ কেনেডি!

ছবি: সংগৃহীত

নিউইয়র্কে নতুন রাজনৈতিক দল গড়তে পারেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। তবে সেটা করার জন্য চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে ২ শতাংশ তথা ১,৩০,০০০ ভোট পেতে হবে। ওই ভোট পেলে ‘উই দি পিপল’ হবে নতুন, আনুষ্ঠানিক রাজনৈতিক দল। তবে তার জন্য এত ভোট পাওয়া খুব সহজ হবে না বলে অনেকে মনে করছেন।

অবশ্য কয়েক বছর আগে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা নিউইয়র্কে এত কঠিন ছিল না। ২০২০ সালের নির্বাচনের আগে করা এক সংশোধনীর কারণে বিষয়টি জটিল হয়ে পড়েছে। ওই সময় পর্যন্ত নিয়ম ছিল, গভর্নর নির্বাচনে কোনো দলের প্রার্থী ৫০ হাজার ভোট পেলেই দলটি স্বীকৃতি পেতে পারত।
নতুন যে নিয়ম করা হয়েছে, তাতে রাজনৈতিক দলের স্বীকৃতি পাওয়ার জন্য দলের প্রার্থীকে গভর্নর কিংবা প্রেসিডেন্ট নির্বাচনে প্রদত্ত ভোটের ২ শতাংশ পেতে হবে। এবারের হিসাব অনুযায়ী পেতে হবে ১,৩০,০০০ ভোট।
এই ব্যবস্থার ফলে লিবারটারিয়ান, গ্রিন ও ইন্ডিপেন্ডেন্টসহ বেশ কয়েকটি দল সমস্যায় পড়ে, তারা তারে রাজনৈতিক তকমা হারিয়ে ফেলে।
তবে রবার্ট এফ কেনেডি জুনিয়র যেভাবে কাজ করছেন, তাতে তার দলটি ন্যূনতম ভোট পেয়ে রাজনৈতিক দলের স্বীকৃতি পেয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
 

শেয়ার করুন: