বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিয়ে আসা হয় ৩৩ হাজারের বেশি অভিবাসী 

অ্যাডামসের অভিবাসী বাস মামলা খারিজ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৯, ১১ আগস্ট ২০২৪

অ্যাডামসের অভিবাসী বাস মামলা খারিজ

ছবি - নবযুগ

নিউইয়র্ক সিটিতে ৩৩ হাজারের বেশি অভিবাসী নিয়ে আসা বাস কোম্পানিগুলোর বিরুদ্ধে মেয়র এরিক অ্যাডামসের দায়ের করা ৭০০ মিলিয়ন ডলারের মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। বাস কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রাথমিক নিষেধাজ্ঞা আরোপ করার যে আবেদন করেছিলেন মেয়র, সেটাকে গ্রহণযোগ্য মনে করেনি আদালত।

ম্যানহাটানের সুপ্রিম কোর্টের বিচারপতি ম্যারি রসাদো মামলাটিকে ‘অসাংবিধানিক’ হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, ১৭টি বাস কোম্পানি টেক্সাস থেকে নিউইয়র্ক সিটিকে অভিবাসীদের নিয়ে আসার কাজ করছিল।
আদালত তার রায়ে জানায়, ‘এটি হলো [মামলাটি] আন্তঃরাজ্য বাণিজ্য ধারার লঙ্ঘন করে এক রাজ্য থেকে অপর রাজ্যে গরিব মানুষদের পরিবহণ নিয়ন্ত্রণের চেষ্টা।’
মামলাটির মূলে ছিল ১৯ শতকের ‘গরিব চুক্তি।’ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ৮০ বছর আগেই সেটিকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করেছে।
মেয়র এবং সিটি হলের প্রধান আইনজীবী লিসা জর্নবার্গ এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন।
তবে তিনি বলেন, নিউইয়র্ক সিটির সামাজিক পরিষেবা ব্যবস্থা এবং নিউইয়র্কের বাসিন্দাদের রক্ষা করার জন্য মামলাটি করা হয়েছিল। তিনি এজন্য গর্বিত বলেও জানান।
উল্লেখ্য, মামলাটি দায়েরের পর বেশ কয়েকটি বাস কোম্পানি নিউইয়র্ক সিটিতে অভিবাসীদের পরিবহণ করা বন্ধ করে দিয়েছে।
আর মেয়র মামলাটি দায়েরের পর বলেছিলেন, এসব কোম্পানি অভিবাসীদের পরিচর্যা করার ব্যয় প্রদান করার আইনটি লঙ্ঘন করায় মামলাটি করা হয়েছে। অভিবাসীদের পরিচর্যা করার জন্য সিটির ৭০০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছিল যে ২০২২ সালের এপ্রিলে অভিবাসী সঙ্কট শুরু হওয়ার পর এসব বাস কোম্পানি প্রায় ৩৩,৬০০ অভিবাসীকে নিউইয়র্ক সিটিতে নিয়ে এসেছে।
 

শেয়ার করুন: