বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

যুক্তরাষ্ট্রে এক বছরে ৮  লাখ চাকরি কমেছে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৬, ২৩ আগস্ট ২০২৪

যুক্তরাষ্ট্রে এক বছরে ৮  লাখ চাকরি কমেছে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত যত চাকরি হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, তার চেয়ে আট লাখ ১৮ হাজার কম হয়েছে বলে ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিক্স জানিয়েছে। অর্থাৎ শ্রম বিভাগ যত চাকরির তথ্য জানিয়েছিল, প্রকৃতপক্ষে তার চেয়ে ০.৫ ভাগ কম হয়েছে। ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোমে পাওয়েল ফেডের সুদ হার কমানোর সভায় বক্তৃতা করার ইঙ্গিত দেওয়ার দুই দিন আগে এই সংশোধনী প্রকাশ করা হলো। ব্যাংকটি ২০২২ সালের মার্চ থেকে প্রায় শূন্য থেকে সুদের হার বাড়াতে থাকে। ২০২৩ সালের মার্চে তা ছিল ৫.৫ শতাংশ, যা ২৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

অনেক অর্থনীতিবিদ ধারণা করছেন, ফেডারেল রিজার্ভ আগামী মাস থেকে সুদের হার কমাতে থাকবে।
উল্লেখ্য, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় চাকরির সংখ্যা বাড়ানোর ওপর অত্যন্ত জোর দিয়েছেন। চলতি সপ্তাহে শিকাগোতে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি ও কমলা হ্যারিস দায়িত্ব গ্রহণের পর থেকে ১৬ মিলিয়ন নতুন চাকরি সৃষ্টি করেছেন।
তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানের বক্তৃতায় চাকরি সংখ্যা সংশোধন করার বিষয়টি বেশ জোরালভাবে তুলে ধরেছেন।
তিনি বলেন, ‘আগে কখনো কেউ ছয় থেকে ১০ লাখ চাকরি কম দেখেনি। এটি আমাদের অর্থনীতির জন্য ভয়াবহ আঘাত।’
আর ট্রাম্পের সিনিয়র কমিউনিকেশন্স উপদেষ্টা ব্রায়ান হিউ বলেন, ‘এমনটা যে এবারই ঘটেছে, এমন নয়। অনেকবারই একটি পরিসংখ্যান প্রকাশ করে পরে তা কমানো হয়েছে।’
তিনি বলেন, ‘এক্ষেত্রে জবাবদিহিতার দরকার রয়েছে। প্রথমে ঢাকঢোল পিটিয়ে বড় সংখ্যা প্রকাশ করে নীরবে সংখ্যাটি কমানো খারাপ নজির।’
 

শেয়ার করুন: