সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অভিবাসীদের অপরাধ 

তথ্য না পাওয়ার অভিযোগ পুলিশ ও মেয়রের বিরুদ্ধে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৭, ৬ সেপ্টেম্বর ২০২৪

তথ্য না পাওয়ার অভিযোগ পুলিশ ও মেয়রের বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

করদাতাদের তহবিলে পরিচালিত আশ্রয়কেন্দ্রে এবং আশপাশে অভিবাসীদের অপরাধের ব্যাপারে তথ্য না দেওয়ার অভিযোগ তুলেছেন স্ট্যাটেন আইল্যান্ডের রিপ্রেজেন্টেটিভ নিকোল ম্যালিওটাকিস। তিনি অভিযোগ করেছেন, এতে বাধা দিচ্ছে নিউইয়র্ক পুলিশ বিভাগ এবং মেয়র এরিক অ্যাডামস।

এই কংগ্রেসওম্যান জানুয়ারিতে তথ্যের স্বাধীনতা আইনের আওতায় পরিসংখ্যানগুলো চেয়েছিলেন বলে জানা গেছে।
তিনি জানান, নগর কর্তৃপক্ষের পরিচালিত আশ্রয়কেন্দ্রগুলোর পাঁচ-ব্লক ব্যাসার্ধের মধ্যে ২০২৩ সালের পুরো সময়ে কী ধরনের অপরাধ ঘটছে, তার তথ্য তিনি চেয়েছিলেন।
তিনি বলেন, মেয়র অ্যাডামস এবং নিউইয়র্ক পুলিশ তথ্য পেতে বাধা দিচ্ছে। 
তিনি বলেন, নগর কর্তৃপক্ষের পরিচালিত আশ্রয়কেন্দ্রে কতগুলো গ্রেফতার হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগগুলো কী কী, সে সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল। 
তিনি বলেন, পুলিশ প্রায়ই তার প্রশ্নের জবাব না দিয়ে কেবল জানায় যে আপনি যে ধরনের তথ্য চেয়েছেন, তা এখন পর্যন্ত পাওয়া যায়নি। 
তিনি বলেন, ‘আমি মনে করি, প্রশাসনই বাধা দিচ্ছে। এসব তথ্য জানার অধিকার প্রশাসনের রয়েছে।’
তিনি বলেন, হয় তথ্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে, নয়তো অনেক বেশি অপরাধ হচ্ছে।
এ ব্যাপারে পুলিশ বিভাগের মুখপাত্র জানান, পুলিশ বর্তমানে এসব অনুরোধের জবাব দিতে কাজ করছে।
উল্লেখ্য, নগরীর আইন অনুসারে, পুলিশ অপরাধীদের অভিবাসী মর্যাদা সম্পর্কে তথ্য দিতে পারে না।
তবে জানা গেছে, অভিবাসীরা ব্যাপক হারে অপরাধ করছে। এক মিডটাউনে যত গ্রেফতার ঘটছে, তার ৭৫ শতাংশই হচ্ছে অভিবাসীরা। তারা ডাকাতি, হামলা, পারিবারিক সহিংসতা, নকল পণ্য বিক্রির মতো অপরাধে লিপ্ত রয়েছে।
 

শেয়ার করুন: