রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

এন্ড্রু কোমোর জালিয়াতির নতুন প্রমাণ

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ০১:৪১, ২১ সেপ্টেম্বর ২০২৪

এন্ড্রু কোমোর জালিয়াতির নতুন প্রমাণ

প্রতীকী ছবি

কোভিড-১৯-এ নার্সিং হোমে মৃত্যুর হিসাব কম দেখানোর জন্য সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো ব্যক্তিগতভাবে হিসাবে পরিবর্তন এনেছিলেন। নতুন এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। অনেকেই এখন তাদের স্বজনদের মৃত্যুর জন্য কোমোকে দায়ী করে তার বিচার চাইছেন।
টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কোমোর সহকারী ২০২০ সালের জুনে ওই সময়ের গভর্নরের সিনিয়র স্টাফকে জানিয়েছেন যে গভর্নর নিজে মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখিয়েছিলেন।

চলতি বছর রুদ্ধদ্বার সাক্ষ্য প্রদানের সময় কোমো শপথ গ্রহণ করেননি। তবে তিনি বলেছেন, তিনি যদি জেনেবুঝে মিথ্যা বক্তব্য দিয়ে থাকেন, তবে তাকে ফৌজদারি অপরাধের মুখে পড়তে হবে।

নার্সিং হোমগুলোতে যেসব প্রবীণ ব্যক্তিরা মারা গেছেন, তাদের পরিবার সদস্যরা দেখেছেন যে কোমো কেবল তাদের প্রিয়জনের মৃত্যুর ব্যাপারেই সিদ্ধান্ত নেননি, সেইসাথে তিনি তা নিয়ে মিথ্যাচারও করেছেন।

ভয়েস ফর সিনিয়র্সের পরিচালক ট্রাসি আলভিনো বলেন, ‘কোমো কংগ্রেসের সামনে মিথ্যা বলেছেন।’

উল্লেখ্য, আলভিনোর বাবা লং আইল্যান্ডের একটি নার্সিং হোমে কোভিডে মারা গিয়েছিলেন। তিনি জানান, ‘এটা একটা অপরাধ। ইমেইলে বিষয়টির প্রমাণ রয়েছে।’

তিনি বলেন, ‘তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমি তার মৃত্যুদ- দেখতে চাই।’

করোনাভাইরাসের সময় নার্সিং হোমগুলোতে মৃত্যু একটি ব্যাপকভাবে আলোচিত বিষয়। ২০২০ সালের প্রথম দিকে কোভিডে আক্রান্ত প্রবীণদের নার্সিং হোমগুলোতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এর ফলে প্রায় ৯ হাজার ব্যক্তির অহেতুক মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়ে থাকে।

ইউএস হাউস কমিটি নার্সিং হোমগুলোতে মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানোকে ‘তথ্য গোপন করা’র মতো কাজ বলে অভিহিত করা হয়েছে।
হাউজ সিলেক্ট সাবকমিটি জানিয়েছে, কোমো প্রতিবেদনগুলো ‘সম্পাদনা’ করতেন। কিন্তু টাইমসের কাছে যে প্রমাণ এসেছে, তাতে দেখা যায়, তিনি আরো জঘন্য কাজে জড়িত ছিলেন।

প্রমাণে দেখা যায়, তিনি নার্সিং হোমগুলোতে করোনার বিস্তার এবং মৃত্যুর জন্য কর্মী, সফররত পরিবার সদস্য ও বন্ধুদের দায়ী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো টেক্সটগুলোতে নিজস্ব বক্তব্য ঢুকিয়ে দিচ্ছেন।

শেয়ার করুন: