ছবি: সংগৃহীত
রেস্তোরাঁর সাথে কাস্টমার ডাটা শেয়ার করার জন্য খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করার নিউ ইয়র্ক সিটির কোভিড সময়কালের আইনটিকে অসাংবিধানিক বলে রায় দিয়েছেন ফেডারেল এক বিচারপতি। ইউএস ডিস্ট্রিক্ট বিচারপতি আনালিসা টোরেস বলেন, আইনটি ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট’-এর পরিপন্থী। বিচারপতির এই রায়টি উবার ইটস, গ্রুবহাব ও ডোরড্যাশের জন্য আইনি বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। এই তিন বড় খাবার সরবরাহকারী কোম্পানিই মামলাটি দায়ের করেছিল।
ওই আইনে কাস্টমারদের নাম, সরবরাহের ঠিকানা, যোগাযোগের তথ্য এবং ক্রয়াদেশের উপাদানগুলো রেস্তোরাঁকে জানাতে বাধ্য ছিল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো।
তিন কোম্পানি জানিয়েছে, আইনটি শোষণমূলক। এটি কাস্টমারদের প্রাইভেসির প্রতি হুমকি সৃষ্টি করে। তাছাড়া এর ফলে তথ্যের নিরাপত্তাতেও ব্যাঘাত ঘটে।
অবশ্য, কোম্পানি তিনটি তাদের নিজেদের ব্যবসার দিকেই বেশি নজর দিয়েছিল। তারা দাবি করছিল, এসব তথ্য হাতে পেয়ে রেস্তোরাঁগুলো নিজেরাই বিপণন কাজে নিয়োজিত হতে পারে, সম্ভাব্য কাস্টমারদের তারা ছিনিয়ে নিতে পারে।
তবে কোভিডের সময় করা আইনটির পক্ষে জোরাল সমর্থন দিয়েছিল নিউ ইয়র্ক সিটি হসপিটালিটি অ্যালায়েন্স নামের রেস্তোরাঁ ও নাইটলাইফ প্রতিষ্ঠানগুলোর জোট। এই জোটের নির্বাহী পরিচালক অ্যান্ড্রে রিগি বলেন, আইনটি বাতিল করা হলে ছোট ছোট ব্যবসায়ী ও ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবে। তিনি আইনি বাতিল করার বিচারপতির রায়ের বিরুদ্ধে আপিল করার পক্ষে মত দেন।
রায়ের পর ডোরড্যাশ খুশি প্রকাশ করে জানায়, এটি সংবিধানের পরিপন্থী ছিল।
আইনটি ২০২১ সালের গ্রীষ্মে গ্রহণ করা হয়। কোভিড-১৯ মহামারি ও লকডাউনের সময় রেস্তোরাঁগুলোর যে ক্ষতি হয়েছিল, তা থেকে পুনরুদ্ধারের লক্ষ্যে ২০২১ সালের গ্রীষ্মে এই আইন প্রণীত হয়।
নগরীর আইন বিভাগ আদালতের রায় পর্যালোচনা করছে বলে মুখপাত্র নিকোলাস পাওলুচ্চি জানিয়েছেন।