শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বিনা খরচে বাড়িতে  বসে কোভিডের  ৪ পরীক্ষা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৫, ৪ অক্টোবর ২০২৪

বিনা খরচে বাড়িতে  বসে কোভিডের  ৪ পরীক্ষা

ছবি: সংগৃহীত

বাড়িতে বসে কোভিড-১৯-এর চারটি করে পরীক্ষা করার সুযোগ দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারকে। এতে কোনো খরচ হবে না। এতে করে একদিকে যেমন করণীয় নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে, অন্যদিকে ভাইরাসটির বিস্তার রোধ করার সম্ভাবনা বাড়বে।

সরকার জানিয়েছে, কোভিড-১৯-এর চারটি পরীক্ষা একেবারেই বিনামূল্যে করা হবে। এমনকি যাতায়াত ভাড়াও দিতে হবে না। ৩০ সেপ্টেম্বর এই কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহীদেরকে এই নম্বরে ফোন করতে বলা হয়েছে ১-৮০০-২৩২-০২৩৩ (ঞঞণ ১-৮৮৮-৭২০-৭৪৮৯). এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য জানার জন্য এইচআরএসএ-তহবিলপুষ্ট স্বাস্থ্যকেন্দ্র কিংবা আইসিএটিটি লোকেশনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সেখান থেকেই পরীক্ষার সময়সূচি জানা যেতে পারে বলে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রত্যাশা করা হচ্ছে, ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই কোভিড-১৯ পরীক্ষার ফলাফল দেওয়া যাবে। এতে করে রোগীর পক্ষে দ্রুত করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।
 

শেয়ার করুন: