শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অ্যাস্টোরিয়া হাউজিংয়ে মাদক মামলায়  অভিযুক্ত ৫

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪০, ১১ অক্টোবর ২০২৪

অ্যাস্টোরিয়া হাউজিংয়ে মাদক মামলায়  অভিযুক্ত ৫

ছবি: সংগৃহীত

মাদক ব্যবসা পরিচালনার জন্য কুইন্সের এক গ্র্যান্ড জুরি পাঁচ ব্যক্তিকে অভিযুক্ত করেছে। তারা অ্যাস্টোরিয়া হাউস এনওয়াইসিএইচএ কমপ্লেক্সে এই অপকর্ম করত বলে জানা গেছে। দীর্ঘ দিন ধরে অনুসন্ধানের পর তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

কুইন্স সুপ্রিম কোর্টে ওই চার ব্যক্তিকে হাজির করা হয়। পঞ্চম ব্যক্তি পলাতক রয়েছে বলে জানা গেছে।
তাদের বিরুদ্ধে নিষিদ্ধ দ্রব্য রাখা, রাখার ষড়যন্ত্র করাসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। ১৮ মাস ধরে তাদের বিরুদ্ধে পরিচালিত অনুসন্ধানের পর তাদের কাছ থেকে ৭৫০টির বেশি ব্যথা উপশমকারী ও তন্দ্রাচ্ছন্নতা সৃষ্টিকারী বড়ি পাওয়া যায়। এসব বড়ির বেশিভাগই ছিল ফেন্টানিল বা মেথামফেটামিনের সাথে যুক্ত। এছাড়া তাদের কাছ থেকে বিপুল পরিমাণে কোকেনও জব্দ করা হয়েছে।
কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাজ বলেন, এসব ব্যক্তি নিষ্ঠুরভাবে বিষ বিক্রি করছিল। তারা একটি আগ্নেয়াস্ত্রও বিক্রি করেছিল। মজার ব্যাপার হলো, তারা ছদ্মবেশে থাকা এক অ্যাজেন্টের কাছেই বিক্রি করেছিল সেটি।
নিউইয়র্ক পুলিশ তাদের পাকড়াও করার জন্য ক্রেতার ছদ্মবেশে তাদের কাছ থেকে মাদক কেনার ভান করেছিল।
 

শেয়ার করুন: