মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সেপ্টেম্বরে ১,৬৭৬টি বাড়ি চুক্তিবদ্ধ হয়েছে 

নিউইয়র্ক সিটির রিয়েল এস্টেট বাজার চাঙ্গা

নিউইয়র্ক

প্রকাশিত: ১৭:০৩, ১৮ অক্টোবর ২০২৪

নিউইয়র্ক সিটির রিয়েল এস্টেট বাজার চাঙ্গা

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের রিয়েল এস্টেট বাজার শরতে শুরুতেই চমৎকার সুচনা করেছে। মর্টগেজ রেট কমে যাওয়ায় তারা চাঙ্গা ভাব প্রদর্শন করছে। স্ট্রিটইজির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের পর এবারই তারা সবচেয়ে ভালোভাবে সূচনা করতে পেরেছে।

গত মাসে তথা সেপ্টেম্বরে ১,৬৭৬টি বাড়ি চুক্তিবদ্ধ হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ২৬.৪ ভাগ বেশি। 
প্রতি সপ্তাহেই গতিশীলতা দেখা গেছে। প্রথম সপ্তাহে ৩৪৯টি চুক্তি হয়েছিল। আর শেষ সপ্তাহে হয়েছে ৪৪১টি। এই গতির পুরোভাগে রয়েছে ম্যানহাটন। সেখানে রেকর্ড ৭২৬টি নতুন চুক্তি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় তা ২৮.৭ ভাগ বৃদ্ধি।
আর আপার ইস্ট সাইড দ্বিতীয় স্থানে রয়েছে ৩৯.২ শতাংশ বৃদ্ধি নিয়ে। আর বিলাসবহুল বাজারে তা আরো বেড়েছে।
আর বিলাসবহুল বাড়ি বিক্রিও হচ্ছে বেশ। সেপ্টেম্বরে এই বাজার বেশ চাঙ্গা দেখা গেছে। অক্টোবরের সূচনাতেও তা অব্যাহত রয়েছে। 
 

শেয়ার করুন: