মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

এমটিএর শততম স্টেশনের সংস্কার

রুজভেল্ট আইল্যান্ড  স্টেশন নতুন সাজে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৮, ১৮ অক্টোবর ২০২৪

রুজভেল্ট আইল্যান্ড  স্টেশন নতুন সাজে

ছবি: সংগৃহীত

রুজভেল্ট আইল্যান্ড সাবওয়ে স্টেশন নতুন সাজে সেজেছে। ২০২২ শুরু হওয়া সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় ১০০তম স্টেশন হিসেবে এটি বর্ণিল রূপ ধারণ করেছে।

এনওয়াইসির ট্রানজিটের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেমেট্রিয়াস ক্রিচলু বলেন, ‘সপ্তাহান্তে আরোহীরা যখন ফিরে আসবে, তখন তারা স্টেশনটিকে পরিচ্ছন্ন, পরিষ্কার, ও সুন্দর দেখতে পাবে।’
তিনি বলেন, ‘আমাদের ক্রুরা এক লাখের বেশি বর্গ ফুট টাইলস লাগিয়েছে। আমরা স্টেশন এলাকায় ৪.৮ মিলিয়ন বর্গ ফুট পেইন্ট করেছি।’
এমটিএ এগুলোর পাশাপাশি আলোকসজ্জাতেও নতুনত্ব এনেছে। যাত্রীদের মধ্যে নিরাপত্তার অনুভূতি সৃষ্টিতে লাইটিং খুবই গুরুত্বপূর্ণ বলে এমটিএ কর্তৃপক্ষ মনে করে।
তবে রুজভেল্ট আইল্যান্ডের অনেক অধিবাসী মনে করেন, সংস্কারের পর মনে হয়েছে, আরো কিছু কাজ করতে হবে। ম্যাগি নামের এক অধিবাসী বলেন, কাচগুলো পরিষ্কার হয়েছে। সবকিছুই ভালো মনে হচ্ছে। তবে দাগগুলো তুলে ফেলতে তারা ভুলে গেছে।
তবে তিনি স্বীকার করেন, সিঁড়ি, আসনগুলো ভালো হয়েছে, প্র¯্রাবের গন্ধ দূর হয়েছে।
এমটিএ কর্মকর্তারা জানিয়েছেন, তারা যাত্রীদের পরামর্শ ও অভিযোগ শুনছেন। অনেক বছর ধরেই তাদের কাছে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রধান গুরুত্ব হিসেবে মনে হয়েছে।
 

শেয়ার করুন: