মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘আমাদের সাফল্যের  ধারাবাহিকতা আছে’

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:১১, ১৮ অক্টোবর ২০২৪

‘আমাদের সাফল্যের  ধারাবাহিকতা আছে’

ছবি: সংগৃহীত

গত নয় মাস ধরে নিউইয়র্ক সিটিতে অপরাধ কমেছে এবং অপরাধ ক্রমাগত নি¤œমুখী হচ্ছে। সেপ্টেম্বর মাসে সামগ্রিক অপরাধ ৩.১ শতাংশ হ্রাস পেয়েছে, তৃতীয় ত্রৈমাসিকে ৩.৩ শতাংশ হ্রাস পেয়েছে, এবং চলতি বছরে এখন পর্যন্ত ২.০ শতাংশ কমেছে বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস্। অ্যাডামসেট্ বলেন, ‘আমরা কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে অপরাধ কমাতে সক্ষম হয়েছি।’

সোমবার, ১৪ অক্টোবর কমিউনিটি অপ:এড-এ অ্যাডামস্ বলেন, ‘চলতি বছরে এবং সেপ্টেবর মাসে নরহত্যা, চুরি, বড় লুট, এবং গাড়ি চুরি এসব অপরাধও কমেছে। এছাড়াও, গণপরিবহন সংশ্লিষ্ট অপরাধও কমেছে, যা সেপ্টেম্বর মাসে ৮.৭ শতাংশ হ্রাস পেয়েছে, তৃতীয় ত্রৈমাসিকে ৪.৮ শতাংশ কমেছে এবং বছরের শুরু থেকে ৫.১ শতাংশ কমেছে।’ 
তিনি বলেন, ‘আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি, যেমন ১৮,৫০০ এর বেশি অবৈধ বন্দুক আমাদের এলাকায় থেকে বাজেয়াপ্ত করেছি। সহিংস অপরাধীদের গ্রেপ্তার, এবং আমাদের প্রশাসন শুরু হওয়ার পর থেকে ৭০,০০০ এর বেশি অবৈধ মপেড ও ‘ঘোস্ট কার’ রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে। আমরা ১,২০০ এর বেশি অবৈধ ধূমপান দোকান বন্ধ করেছি এবং আমাদের সড়ক ও সাবওয়েতে আরও বেশি পুলিশ মোতায়েন করেছি। আমরা শিক্ষা, সাশ্রয়ী আবাসন, আফ্টার স্কুল এবং হলি ডে স্কুল প্রোগ্রামিং, আর্নি ইন্টারভেনশনের মতো উপায়ে বিনিয়োগের মাধ্যমে অপরাধের মূল কারণগুলো মোকাবিলা করছি।’ 
 

শেয়ার করুন: