বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নতুন ডেপুটি মেয়র পারকেরের  আশা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:৪৯, ২৬ অক্টোবর ২০২৪

নতুন ডেপুটি মেয়র পারকেরের  আশা

ছবি: সংগৃহীত

তিনি আগে ছিলেন আইনপ্রয়োগকারী সংস্থায়। এখন তিনি জনসুরক্ষাবিষয়ক নতুন ডেপুটি মেয়রের দায়িত্ব নিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি নতুন ভূমিকায় দায়িত্ব পালন করতে প্রস্তুত।

চানসি পার্কার বলেন, ‘আমি এই কাজের জন্য প্রস্তুতি নিয়েছি। আমি মনে করি, লোকাল প্রসিকিউটর, ফেডারেল প্রসিকিউটার, রাজ্য পুলিশ বিভাগে ৪০ বছর কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। এসব কাজই আমাকে বর্তমান দায়িত্বের জন্য প্রস্তুত করেছে। এটি আমার জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। 
পার্কার গত সপ্তাহে ফিল ব্যাংকসের প্রতিস্থাপিত হন। মেয়র এরিক অ্যাডামস প্রশাসন থেকে দলত্যাগের অংশ হিসেবে তিনি সরে গেছেন। 
নতুন ভূমিকায় পার্কার জনসাধারণের নিরাপত্তার বিষয়গুলোর ওপর নজর দেবেন।
তিনি বলেন, নিউইয়র্ক সিটি হলো খুবই, খুবই নিরাপদ। প্রতি মাসের অপরাধের সূচক নি¤œগামী হচ্ছে। মেয়র দায়িত্ব গ্রহণের পর অপরাধ প্রায় ৪০ ভাগ কমে গেছে। তবে এগুলো ¯্রফে পরিসংখ্যান। মূল বিষয় হলো জনসাধারণের সুরক্ষা। 
তিনি বলেন, মাঠ পর্যায়ে লোকজন কী ভাবছে, তা শোনা খুবই গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্কের অধিবাসীদের সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যমেই অর্থপূর্ণ সমাধান করা সম্ভব।
তিনি বলেন, আপনাকে অফিস থেকে বের হতে হবে, আপনাকে সাধারণ মানুষের কথা শুনতে হবে। 
 

শেয়ার করুন: