ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রজুড়ে বাড়ি বিক্রি ১৯৯৫ সালের পর সর্বনি¤œ হারে কমেছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, বাড়ি বিক্রি সেপ্টেম্বরে কমেছে ১ শতাংশ। অথচ এক বছর আগের সেপ্টেম্বরে তা ছিল ৩.৫ শতাংশ।
এনএআরের প্রধান অর্থনীতিবিদ লরেন্স ইয়ুন এক বিবৃতিতে বলেছেন, গত ১২ মাস ধরে বাড়ি বিক্রি মোটামুটিভাবে ৪০ লাখে রয়েছে। তবে উচ্চ দামের বাড়ি বিক্রির সাথে এই পরিসংখ্যান যুক্ত।
তিনি বলেন, এক দিকে মর্টগেজ রেট কমছে, অন্যদিকে নতুন নতুন চাকরি যুক্ত হওয়ায় বাড়ি বিক্রির ওপর ইতিবাচক প্রভাব ফেলছে।
তবে তিনি জানান, ‘আগামী নির্বাচনের আগে বাড়ি কেনার মতো বড় ধরনের ব্যয়ের ঝুঁকি নেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে অনেক ক্রেতা দ্বিধায় রয়েছেন।’
বিক্রি কমলেও দাম বাড়া কিন্তু অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরে বাড়ির দাম গড়ে বেড়েছে ৩ শতাংশ।
গত মাসে তথা সেপ্টেম্বরে অবিক্রিত বাড়ির সংখ্যা বেড়েছে ১.৫ শতাংশ। এ বছর আগে একই মাসে তা ছিল ২৩ শতাংশ। বর্তমানে তালিকায় বাড়ি বিক্রির তথ্য আসার পর তা গড়ে ২৮ দিন স্থায়ী হয়। আগস্টে তা ছিল ২৬ দিন এবং ২০২৩ সালের সেপ্টেম্বরে ছিল ২১ দিন।