ছবি: সংগৃহীত
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্কের ইহুদিদের ভোট আগেরবারের তুলনায় ৫০ ভাগ বেশি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জরিপে দেখা যায়, এম্পায়ার স্টেটে ইহুদি পরিচয় দানকারী ৪৫ ভাগ লোক রিপাবলিকান প্রার্থীকে ভোট দিয়েছেন। ২০২০ সালে তা ছিল মাত্র ৩০ ভাগ।
আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পেয়েছেন ৫৫ ভাগ ভোট। অথচ চার বছর আগে জো বাইডেন পেয়েছিলেন ৬৯ ভাগ ভোট।
এ ব্যাপারে টেক কোয়ালিশনের মুরি লিটওয়াক বলেন, ‘দেশজুড়ে ইহুদি ভোটারদের উপস্থিতিতে আমি খুবই গর্বিত।’
তিনি তার এক্সে আরেক পোস্টে বলেন, ইহুদি ভোটাররা রিপাবলিকানদের প্রতি তাদের সমর্থন দিচ্ছে। ইসরাইল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং কলেজ ক্যাম্পাসজুড়ে সেমিটিকবিরোধিতা বাড়ায় ইহুদিরা ডেমোক্র্যাট প্রার্থীকে অপছন্দ করছে।
তিনি বলেন, ইহুদিবিদ্বেষ বাড়ার দাম দিতে হয়েছে ডেমোক্র্যাটদের।
উল্লেখ্য, রিপাবলিকান জিওশ কোয়ালিশন এবার ট্রাম্পের সমর্থনে রেকর্ড সৃষ্টিকারী ১৫ মিলিয়ন ডলার ব্যয় করেছে। ইহুদিদের অনেকেই অভিযোগ করেছেন, কমলা হ্যারিস ইহুদিদের সাথে নেই।