বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ডিটেক্টটিভের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যের  অভিযোগ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৫, ১৫ নভেম্বর ২০২৪

ডিটেক্টটিভের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যের  অভিযোগ

ছবি: সংগৃহীত

লং আইল্যান্ডের এক গোয়েন্দা বা ডিটেক্টটিভের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ ওঠেছে। অভিযোগ আনা হয়েছে যে তিনি এক ফোন সার্ভিস কর্মীকে তাচ্ছিল্য করে বলেছিলেন, ‘আমাদের এই এলাকায় তোমাকে কিংবা তোমার মতো লোকদের দরকার নেই।’
অভিযোগে বলা হয়েছে, ম্যানোরভিল এলাকায় একটি সুভের ভেতরে কৃষ্ণাঙ্গ সেলুলার সার্ভিস উপ-ঠিকাদারকে দেখে রকভিল সেন্টারের গোয়েন্দা জন মরফি, ৪০, ক্রোধে ফেটে পড়েন।

অভিযোগে বলা হয়, মরফি ৪৮ বছর বয়স্ক ওই কর্মীর দিকে ছুটে গিয়ে উত্তেজিতভাবে বলেন, ‘এখান থেকে বের হয়ে যাও। এই এলাকায় তোমাকে বা তোমারমতো লোকদের দরকার নেই।’
বিদ্বেষপূর্ণ ওই গোয়েন্দা এরপর কৃষ্ণাঙ্গ ব্যক্তিটির গাড়িতে লাথি মারেন, এর ওপরে থাকা একটি বাতি খুলে ফেলে ভেঙে টুকরা টুকরা করে লোকটির গায়ে ছুঁড়ে মারেন। এতে তার চেহারা আঘাতপ্রাপ্ত হয়।
ওই সহিংস ঘটনার কয়েক মিনিট আগে অফ-ডিউটিতে থাকা মরফি ওই কৃষ্ণাঙ্গকে নিজের পুলিশ পরিচয় দিয়ে তার এখানে আসার কারণ জানতে চান।
পুলিশ জানায়, ওই কর্মী যখন তার আইডি বের করতে চাচ্ছিলেন, তখন মরফি সেটির দিকে তাকাতে অস্বীকার করেন।
বুধবার তাকে বর্ণবাদী আচরণের জন্য আদালতে আনা হয়। তিনি আদালতের শুনানির পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান। ৩ ডিসেম্বর তাকে আবার আদালতে হাজির হতে হবে।
 

শেয়ার করুন: