ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটিতে ভাড়া করা অ্যাপার্টমেন্টে আপফ্রন্ট খরচ বেড়ে প্রায় ১৩ হাজার ডলারে দাঁড়িয়েছে বলে স্ট্রিটইজির এক বিশ্লেষণে বলা হয়েছে।
স্ট্রিট ইজি জানাচ্ছে, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড় ব্যয় ছিল ১২,৯৫১ ডলার। এর মধ্যে ব্রোকারের ফিও রয়েছে। ২০১০ সালে এই হিসাব রেকর্ড করার সময় থেকে পাঁচ বরায় এটিই সর্বোচ্চ খরচ।
আর ২০২৩ সালে ব্রোকারের ফি, সিকিউরিটি ডিপোজিটসহ গড় ব্যয় ছিল ১০,৪৫৪ ডলার।
এ ব্যাপারে স্ট্রিটইজির অর্থনীতিবিদ কেনি লি বলেন, আপফ্রন্ট ব্যয় বেড়ে যাওয়ায় অনেক ভাড়াটে প্রয়োজন থাকা সত্ত্বেও বাড়ি বদল করছেন না।
জরিপে দেখা গেছে, ৭৬ ভাগ ভাড়াটে মনে করছেন যে ব্রোকারের ফির নতুন বাসা খোঁজার ক্ষেত্রে একটি বড় বাধা। আর ৬০ শতাংশ বলেছেন, ব্রোকার ফির কারণে তারা অন্য স্থানে সরে যেতে পারছেন না।
স্ট্রিটইজির জরিপে দেখা গেছে, ৮১ ভাগ ভাড়াটে মনে করেন, ব্রোকারের ফি তাদের নয়, বরং বাড়ির মালিকের বহন করা দরকার।