ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় অনেক রাজ্যের গভর্নরই সতর্কবার্তা দিয়েছেন। অনেকে তাকে প্রতিরোধ করার কথাও বলেছেন। কিন্তু নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস চলছেন ভিন্ন পথে। তিনি নিজে ডেমোক্র্যাট হলেও রিপাবলিকান প্রেসিডেন্টকে গ্রহণ করতে খুবই উৎসাহ দেখাচ্ছেন। এ ব্যাপারে কোনো রাখঢাকও তিনি করছেন না। বরং খোলামেলাভাবেই তাকে স্বাগত জানাচ্ছেন।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে ট্রাম্পকে শুভেচ্ছা জানাচ্ছেন অ্যাডামস।
অবশ্য, নির্বাচনের আগে থেকেই ট্রাম্পের প্রতি নমনীয়তা প্রদর্শন করে চলেছেন অ্যাডামস। নির্বাচনের আগে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এক সমাবেশে অন্য ডেমোক্র্যাটরা যখন ট্রাম্পকে ফ্যাসিস্ট হিসেবে গালাগাল করছিলেন, তখন অ্যাডামস মোলায়েম ভাষায় তার সমালোচনা করেছিলেন। বিষয়টি তখনই অনেকের নজরে পড়েছিল।
আবার ট্রাম্প নির্বাচিত হওয়ার পর নানা ইস্যুতে ডেমোক্র্যাটরা তার সমালোচনা করছেন। কিন্তু এসব নিয়ে মাথাব্যথা দেখা যাচ্ছে না ট্রাম্পের। তিনি বরং গত সপ্তাহে খোলামেলাভাবেই তার অবস্থান প্রকাশ করেছেন : ‘আমাদের প্রয়োজন জাতীয় নেতাদের সাথে কাজ করার, তাদের সাথে বিবাদ করা নয়।’
তিনি বলেন, আমরা আগামী চার বছর লড়াই করতে পারি। কিন্তু তা নিউইয়র্ক সিটির জন্য কল্যাণ বয়ে আনবে?’
ট্রাম্পের প্রতি অ্যাডামসের নমনীয় হওয়ার অনেক কারণ রয়েছে। এর অন্যতম হচ্ছে মামলা। এ নিয়ে বেশ বেকায়দায় রয়েছেন অ্যাডামস। তিনি আশা করছেন, ট্রাম্প আসায় তিনি আইনি জটিলতা থেকে রক্ষা পেতে পারেন।
অ্যাডামস ও ট্রাম্প উভয়ে এক জায়গায় রয়েছেন। তা হলো উভয়ে অভিযোগ করছেন যে বাইডেন প্রশাসনের বিচার বিভাগের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নির্যাতনের শিকার হয়েছেন। আর এই সূত্রেই তারা একই স্থানে এসে দাঁড়িয়েছেন।