শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

পরিকল্পনাটি পুনর্জীবন করায় ‘হতাশা’

কনজেশন প্রাইসিং বাতিলে   ট্রাম্পের প্রতি অনুরোধ  

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩২, ২২ নভেম্বর ২০২৪

কনজেশন প্রাইসিং বাতিলে   ট্রাম্পের প্রতি অনুরোধ  

ছবি: সংগৃহীত

কনজেশন প্রাইসিং ব্যবস্থা বাতিল করার জন্য নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুরোধ করেছেন নিউইয়র্ক সিটির তিন লাখ মিউনিসিপ্যাল কর্মীর প্রতিনিধিত্বকারী আমব্রেলা গ্রুপের প্রধান। তিনি আরো বলেছেন, গভর্নর ক্যাথি হোকুলের বিতর্কিত পরিকল্পনাটি পুনর্জীবন করার জন্য তিনি ‘হতাশ।’

মিউনিসিপ্যাল লেবার কমিটির চেয়ারম্যান (একইসাথে তিনি স্যানিটেশন ওয়ার্কার্স ইউনিয়নেরও নেতা) হ্যারি নেসপলি বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। [এই কর] বাতিল করবেন।’
এমএলসি পুলিশ, দমকল, চিকিৎসক ও শিক্ষকসহ নগরীর কর্মীবাহিনীর বিরাট অংশের প্রতিনিধিত্ব করে। এদের বিপুলসংখ্যক সদস্য কনজেশন টোল জোন অতিক্রম করেন। তাদেরকে এজন্য ৫ জুন থেকে ৯ ডলার করে ফি দিতে হবে।
তিনি মিডিয়াকে বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের কনজেশন প্রাইসিংয়ের বিরোধিতা তাকে শ্রমিকদের সাথে সংযুক্ত করতে সহায়তা করেছে।’
তিনি বলেন, হোকুল তাড়াহুড়া করে এই টোল বাস্তবায়ন করায় তিনি হতাশ। তিনি মনে করেন, ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প যাতে এই টোল বাতিল করতে না পারেন, সেজন্যই তাড়াহুড়া করে এটি বাস্তবায়ন করা হয়েছে।
গত সপ্তাহে ট্রাম্প, ৭৮, কনজেশন প্রাইজিংকে ‘ভয়াবহ কর’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, এই করের তীব্র বিরোধী তিনি।
 

শেয়ার করুন: