শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মার্কিন নাগরিকত্ব-সংশ্লিষ্ট

শিশুদের হেফাজত  নিয়ে নতুন  নির্দেশিকা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৫, ২২ নভেম্বর ২০২৪

শিশুদের হেফাজত  নিয়ে নতুন  নির্দেশিকা

ছবি: সংগৃহীত

ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন অ্যান্ড সার্ভিসেস (ইউএসসিআইএস) ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের (আইএনএ) ধারা ৩২০-এর আওতায় মার্কিন নাগরিকত্ব লাভ কিংবা ধারা ৩২২-এর আওতায় নাগরিক অধিকার পাওয়ার জন্য আইনগত ও শারীরিক হেফাজতের নির্দেশিকা প্রণয়ন করছে। সাবেক আইএনএর ধারা ৩২১-এর আওতায় ২০০০ সালের চাইল্ড সিটিজেনশিপ অ্যাক্টের অধীনে নির্দেশিকাও সম্প্রসারণ করছে ইউএসসিআইএস।
এতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেসব নির্দেশিকা থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে :

যুক্তরাষ্ট্রের নাগরিক মা-বাবার সন্তানকে কখন আইনগতভাবে হেফাজতে নেওয়ার বিষয়টি ইউএসসিআইএস বিবেচনা করবে, তা থাকবে। ভূতাপেক্ষভাবে হেফাজতে গ্রহণের বিষয়টিও বিবেচনা করা হবে।
মার্কিন নাগরিকদের যে সন্তান তার মা-বাবার সাথে থাকে, তার শারীরিক হেফাজতে নেওয়ার বিধান বিবেচনা করা হবে।
২০০০ সালের চাইল্ড সিটিজেনশিপ অ্যাক্টের অধীনে মার্কিন নাগরিকত্ব দাবির সাথে সংশ্লিষ্ট নির্দেশিকা সম্প্রসারণ করা হবে।
এটাও পরিষ্কার করা হবে যে ইউএসসিআইএস আনুগত্যের শপথ গ্রহণ না করা এবং শপথ গ্রহণে ছাড়ের যোগ্য না হওয়া ব্যক্তিদের কোনো আবেদন নাগরিকত্ব সনদ ইউএসসিআইএস বিবেচনা করতে পারে না।
এই নির্দেশিকা সাথে সাথে কার্যকর হচ্ছে এবং ২০২৪ সালের ১৯ নভেম্বর বা এর পরে করা আবেদনের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে।
 

শেয়ার করুন: