শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

হোকুলের বিরুদ্ধে দাঁড়াবেন  টরেস?

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৭, ২২ নভেম্বর ২০২৪

হোকুলের বিরুদ্ধে দাঁড়াবেন  টরেস?

ছবি: সংগৃহীত

২০২৬ সালের গভর্নর নির্বাচনে ক্যাথি হোকুলকে চ্যালেঞ্জ করার সম্ভাবনা নাকচ করে দিচ্ছেন না ব্রঙ্কস রিপ. রিচি টরেস। তিনি নিউইয়র্ক রাজ্য ও সিটি ‘পরিচালনাগত সঙ্কটের’ মধ্য দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন। টরেস বলেন, বেশিভাগ নিউইয়র্কারের মতো তিনিও নিউইয়র্ক সরকার নিয়ে হতাশ। তবে হোকুলের ব্যাপারে নিজের অনুভূতি তিনি প্রকাশ করা থেকে চতুরভাবে বিরত থাকেন। তিনি বরং বলেন যে নগরী, রাজ্য ও জাতীয়ভাবে সরকার এবং নেতৃত্ব সমস্যায় রয়েছে।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমার ভবিষ্যত নিয়ে আমি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেইনি। তবে আমি নিউইয়র্ক রাজ্য ও নিউইয়র্ক সিটির পরিচালনা নিয়ে উদ্বিগ্ন। আমরা আমেরিকায় নেতৃত্বের সঙ্কটে রয়েছি। আর নিউইয়র্কের মতো অন্য কোথাও তা এত প্রকট নয়।’
তিনি তার সম্ভাব্য প্রার্থিতার ব্যাপারে প্রশ্নের জবাবে বলেন, ‘আপনারা আমার কাছ থেকে জবাব পাবেন।’
টরেস নিউইয়র্কের ১৫তম কংগ্রেসীয় ডিস্ট্রিক্ট (সাউথ ব্রঙ্কস থেকে রিভারডেল)-এর প্রতিনিধিত্ব করছেন।
তিনি বলেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়টি ছিল ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের (জাতীয় ও আলবানিতে) অন্তঃদ্বন্দ্বের ফল।
টরেস বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের কাহিনীটি নিউইয়র্ক রাজ্য ও নিউইয়র্ক সিটির অপঃশাসনের ফল। নিউইয়র্কের চেয়ে অন্য কোথায় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি ঝোঁকেনি। আর তা ছিল নিউইয়র্ক রাজ্যের নেতৃত্বের প্রতি অনাস্থার ভোট।’
 

শেয়ার করুন: