বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদন  কমেছে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:১৩, ৩০ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে বেকার ভাতার আবেদন  কমেছে

ছবি: সংগৃহীত

বেকারভাতার জন্য আবেদনকারী আমেরিকানের সংখ্যা গত সপ্তাহে কমে প্রায় সাত সপ্তাহের মধ্যে সর্বনি¤œ অবস্থার কাছাকাছি অবস্থান করছে।
২৩ নভেম্বর সমাপ্ত সপ্তাহে চাকরিহীন লোকদের ভাতার আবেদন ২,০০০ কমে ২১৩,০০০-এ ঠেকেছে। এর আগের সপ্তাহে সংশোধিত হিসাবে দুই হাজার বেড়ে ২১৫,০০০ হয়েছিল।

অবশ্য, ১৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে বেকারভাতার জন্য আমেরিকানদের আবেদন ৯,০০০ বেড়ে ১.৯১ মিলিয়নে দাঁড়ায়।
বেকারভাতা পাওয়া লোকদের নতুন চাকরি পাওয়া বেশ কঠিনই মনে হচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে অর্থনীতি শক্তিশালী থাকলেও শ্রমিকদের নিয়োগ প্রাপ্তির সম্ভাবনা কমই রয়েছে।
এদিকে বাণিজ্য দফতর জানিয়েছে, আমেরিকান অর্থনীতি জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২.৮ শতাংশ হারে সম্প্রসারিত হয়েছে। এর ফলে তৃতীয় কোয়ার্টারের প্রবৃদ্ধি প্রাথমিক অনুমানের মতোই থাকছে বলে মনে হচ্ছে।
 

শেয়ার করুন: