বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্ক গভর্নর হোকুলের ঘোষণা

হেইট ক্রাইম দমনে ৬৪ মিলিয়ন ডলার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৪, ৬ ডিসেম্বর ২০২৪

হেইট ক্রাইম দমনে ৬৪ মিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

হেইট ক্রাইম দমনে অমুনাফামূলক ও কমিউনিটিভিত্তিক সংস্থাগুলোকে শক্তিশালী করার জন্য নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল প্রায় ৬৩.৯ মিলিয়ন ডলারের তহবিল প্রদানের ঘোষণা দিয়েছেন। কাউকে তার মতাদর্শ, বিশ্বাস বা মিশনের কারণে হেইট ক্রাইম বা আক্রমণের মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন হোকুল।

রাজ্যের সিকিউরিং কমিউনিটিস অ্যাগেইনেস্ট হেইট ক্রাইম প্রোগ্রামের মাধ্যমে প্রাপ্য এই তহবিল রাজ্যের ৩৩৬টি সংস্থার মাধ্যমে অভ্যন্তরীণ ও বাইরের প্রকল্প এবং সাইবার সিকিউরিটি জোরদার করার কাজে তহবিলের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, গভর্নর হোকুলের নেতৃত্বে এই কর্মসূচিতে তহবিল প্রদান ব্যাপকভাবে বেড়েছে। আর ২০২১ সাল থেকে এই কর্মসূচিতে মোট ১৩১.৫ মিলিয়ন ডলার প্রদান করা হয়েছে।
গভর্নর জানিয়েছেন, সন্ত্রাসীদের ক্রমবর্ধমান ঝুঁকি কিংবা অন্যান্য চরমপন্থীদের হামলা সামাল দিতে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিরাপত্তা বাড়াতে, সার্বিক প্রস্তুতি বৃদ্ধি করার জন্য ২২৩টি অমুনাফামূলক সংস্থাকে ৪৪.৮ মিলিয়ন ডলার ফেডারেল সহায়তা প্রদান করা হয়েছে।
ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সির দেওয়া এই তহবিল দুটি আলাদা কর্মসূচির মাধ্যম নিউইয়র্ককে দেওয়া হয়েছে। এ দুটি কর্মসূচি হচ্ছে নিউ ইয়র্ক সিটি মেট্রো এলাকার মধ্যকার সংস্থাগুলোর জন্য ৩৬ মিলিয়ন ডলার, আর রাজ্যের বাকি অংশের সংস্থাগুলোর জন্য ৮.৮ মিলিয়ন ডলার। স্থানীয় সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে ঘনিষ্ঠ সমন্বয় সাধনের মাধ্যমে হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমারজেন্সি সার্ভিসেসের নিউ ইয়র্ক স্টেট ডিভিশন এসব কর্মসূচি ব্যবস্থাপনা করবে।
এ ব্যাপারে লে. গভর্নর ডেলগাডো বলেন, নিউ ইয়র্ক রাজ্যে সহিষ্ণুতা ও গ্রহণ করার ঐতিহ্য রয়েছে। আমাদের রাজ্যকে হেইট ক্রাইম থেকে নিরাপদ রাখার জন্য তহবিলের ঘোষণা করা হয়েছে।
কোন অঞ্চলের কতটি সংস্থা মোট কত তহবিল পাবে :
নিউ ইয়র্ক সিটি : ৩৪,৬৪,০৭৭ ডলার, ১৭৮টি সংস্থা
মিড-হাডসন : ১৬,৫৬৮,৪৪৯ ডলার, ৮৭টি সংস্থা
লং আইল্যান্ড : ৭,৫৮৮,৯৭৯ ডলার, ৪১টি সংস্থা
ক্যাপিটাল রিজিয়ন : ১,৮১৮,৯৫১ ডলার, ১০টি সংস্থা
ওয়েস্টার্ন নিউইয়র্ক : ১,৫০৫,৬৩১ ডলার, ৯টি সংস্থা
ফিঙ্গার লেকস : ৬৮৮,৯৭০.৬১ ডলার, চারটি সংস্থা
সাউদার্ন টায়ার : ৫৯৯,৫০০ ডলার, তিনটি সংস্থা
মহাক ভ্যালি : ৩৯৭,৮৩৬ ডলার, দুটি সংস্থা
সেন্ট্রাল নিউ ইয়র্ক : ১২৬,৪২৪ ডলার, দুটি সংস্থা।
 

শেয়ার করুন: