শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বৃহস্পতিবার এ ঘোষণা দেয়া হয়েছে 

নতুন নির্দেশিকা হালনাগাদ  করেছে ইউএসসিআইএস

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩২, ১৩ ডিসেম্বর ২০২৪

নতুন নির্দেশিকা হালনাগাদ  করেছে ইউএসসিআইএস

ছবি: সংগৃহীত

ইউএন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) ইন্টারন্যাশনাল ইন্টারপ্রিনর রুলের আওতায় থাকা আবেদনের সমর্থনে কাজে লাগতে পারে, এমন প্রমাণের ব্যাপারে পলিসি গাইডেন্স হালনাগাদ করেছে। বৃহস্পতিবার সংস্থাটি এই ঘোষণা দিয়েছে। স্টার্টআপ প্রতিষ্ঠানে আবেদনকারীর মুখ্য ও সক্রিয় ভূমিকার প্রমাণ এবং প্রতিষ্ঠানটির বিকাশ ও সফলতা বজায় রাখার ক্ষেত্রে আবেদনকারীর অবস্থান-সংশ্লিষ্ট প্রমাণের সাথে সম্পর্ক থাকবে এই নির্দেশিকার।

নির্দেশিকাটি বৈধ বিনিয়োগ ও বৈধ সরকারি পুরস্কার বা মঞ্জুরি প্রমাণকারী এবং সেইসাথে আবেদন াখিল করার বিকল্প প্রমাণের ধরণগুলোও সম্প্রসারণ করা হয়েছে। এতে তাৎপর্যপূর্ণ পাবলিক বেনিফিট পাওয়ায় সহায়তাকারী প্রমাণের ধরণের ব্যাখ্যাও ওেয়া হয়েছে।
ইউএসসিআইএস পলিসি ম্যানুয়ালের তৃতীয় খ-ে থাকা এই নির্দেশিকাটি ১২ ডিসেম্বরে বা এর পরে দাখিল করা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
 

শেয়ার করুন: