ছবি: সংগৃহীত
ভিন্নমতালম্বীদের টার্গেট করতে চীনা সরকারকে সহায়তা করার জন্য ম্যানহাটানে ‘গোপন পুলিশ স্টেশন’ পরিচালনাকারী এক চীনা গুপ্তচরকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফেডারেল আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন।
আদালতে চেন জিনপিং, ৬০, নামের ওই গুপ্তচর স্বীকার করেছেন যে তিনি মার্কিন কর্তৃপক্ষকে অবগত করা ছাড়াই চীন সরকারের পক্ষ নিয়ে ‘ষড়যন্ত্র’ করছিলেন।
তিনি দোভাষীর মাধ্যমে বিচারক নিনা মরিসনকে বলেন, ‘আমি জেনেবুঝে এক বিদেশি সরকারের হয়ে বিদেশি অ্যাজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করছি।’
উল্লেখ্য, এফবিআই ২০২৩ সালে অ্যাজেন্টরা নিউইয়র্কের চায়নাটাউনের একটি ভবনের সামনে থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। তারা চীন সরকারের হয়ে একটি পুলিশ স্টেশন পরিচালনা করছে বলে অভিযোগ পাওয়ার পর পুলিশ এই পদক্ষেপ নেয়। তারা ২০২২ সাল থেকে এই গোপন কার্যক্রম পরিচালনা করছিল বলে অভিযোগ পাওয়া যায়।
ওই সময় গ্রেফতার অপর ব্যক্তির বিরুদ্ধে মামলার রায় এখনো হয়নি। তার বিরুদ্ধে চীনা ভিন্নমতালম্বীদের শনাক্ত করার কাজে চীনা নিরাপত্তা কর্মকর্তাদের সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রে চীনা প্রভাব খর্ব করার জন্য ব্যাপক অভিযানের একপর্যায়ে তাদেরকে গ্রেফতার করা হয়।