ছবি: সংগৃহীত
নিউইয়র্কজুড়ে ফ্লুর বিস্তার ঘটেছে। স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানিয়েছে।
রাজ্যজুড়ে পাওয়া তথ্যে দেখা যায়, ১৪ ডিসেম্বর নিউইয়র্কের ৬০টি কাউন্টিতে চলতি মওসুমে ২৩,৩১৩টি পজেটিভ ফ্লুর ঘটনা পাওয়া গেছে।
আর নিউইয়র্ক সিটিতে আগের সপ্তাহের তুলনায় ফ্লু বেড়েছে ৭২ শতাংশ। আগে যেখানে ছিল ২,৫০১টি, সেখান চলতি সপ্তাহে হয়েছে ৪,৩০০টি। রাজ্যের বাকি অংশে আগের সপ্তাহের তুলনায় তা বেড়েছে ৭৫ শতাংশ। রাজ্যে ইনফ্লুয়েঞ্জার কারণে হাসপাতালে ভর্তি বেড়েছে ৪৮ ভাগ।
ডিওএইচ হেলথ কেয়ার কর্মীদের মধ্যে যারা টিকা নেয়নি, তাদেরকে সার্জিক্যাল বা প্রসিডিউর মাস্ক পরতে বলেছে।
ডিওএইচ কমিশনার ড. জেমস ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ফ্লু টিকা সংক্রমণ প্রতিরোধে নিরাপদ ও কার্যকর। আর অসুস্থ’ হলেও টিকা নেওয়া থাকলে লক্ষণ শিথিল করে। আমি ছয় মাস বা এর বেশি বয়সী সবাইকে ফ্লুর টিকা নিতে উৎসাহিত করছি। আপনি নিজেকে এবং আপনার প্রিয়জনকে সুরক্ষা করতে খুব বেশি দেরি করবেন না। আর ছুটি উদযাপন যাতে না হয়, তা নিশ্চিত করতে ভুল করবেন না।’