ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ ইউএসসিআইএস অ-অভিবাসী শ্রমিকদের জন্য ফরম আই-১২৯-এর সংশোধিত সংস্করণ প্রকাশ করেছে। সংস্করণের তারিখ ১৭ জানুয়ারি, ২০২৫। সদ্য ঘোষিত এইচ-১বি আধুনিকায়ন চূড়ান্ত নিয়ম এবং এইচ-২ আধুনিকায়ন চূড়ান্ত নিয়মের আলোকে এই সংশোধন করা হয়েছে।
ফরম আই-১২৯ সংস্করণটি ফরম-১২৯-এর ৪ এপ্রিল ২০২৪-এর স্থলাভিষিক্ত হচ্ছে। ফরম ১-১২৯-এর সংশোধিত সংস্করণের জন্য কোনো অতিরিক্ত সময় থাকছে না। কারণ, এই সংশোধিত সংস্করণটি চূড়ান্ত নিয়মে প্রয়োগ করার জন্য ইউএসসিআইএসের জন্য রকারি। আগামী ১৭ জানুয়ারিতে কার্যকর হওয়ার পর ইউএসসিআইএস ফরমের ৪ জানুয়ারি ২০২৪ ব্যবহার করে করা ফরম আই-১২৯-এর সকল আবেন প্রত্যাখ্যান করবে।
প্রতিষ্ঠানটি জানায়, ২০২৫ সালের ১৭ জানুয়ারির আগে ফরম আই-১২৯-এর ১৭ জানুয়ারি সংস্করণ াখিল না করারও পরামর্শ ওেয়া হয়েছে। ১৭ জানুয়ারির পরে পেলেই কেবল নতুন সংস্করণের ফরম বিবেচনা করা হবে।
যদি কেউ ফরম আই-১২৯ মেইলযোগে পাঠিয়ে থাকেন, তবে মনে রাখবেন :
এক. যদি ১৭ জানুয়ারি, ২০২৫ তারিখের আগে পাঠানো হয়, তবে ১ এপ্রিল ২০২৪ সংস্করণের ফরম গ্রহণ করা হবে।
দুই. যদি ১৭ জানুয়ারি, ২০২৫ তারিখে বা এর পর গ্রহণ করা হয়, তবে আমরা ১ এপ্রিল ২০২৪ তারিখের সংস্করণ গ্রহণ করব না।
তিন. ১৭ জানুয়ারি, ২০২৫ তারিখে বা এর পরে গ্রহণ করা হলেই কেবল ১৭ জানুয়ারি, ২০২৫ সংস্করণের ফরম গ্রহণ করা হবে।