বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

২০২২ সালে সংস্থা ছিল ৩৩,৫৩৬

যুুক্তরাষ্ট্রে ননপ্রফিট চাকরি কমেছে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৫, ১০ জানুয়ারি ২০২৫

যুুক্তরাষ্ট্রে ননপ্রফিট চাকরি কমেছে

ছবি: সংগৃহীত

নিউইয়র্কে ২০২২ সালে অমুনাফামূলক সংস্থাগুলো ১.৩ মিলিয়ন চাকরির ব্যবস্থা করেছে। গত পাঁচ বছর মেয়াদে এটি ৪.১ শতাংশ কমেছে। রাজ্য কম্পট্রোলার টম ডিন্যাপোলির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যে ২০২২ সালে ননপ্রফিট সংস্থা ছিল ৩৩,৫৩৬টি। সংখ্যাটি যুক্তরাষ্ট্রের এ ধরনের সংস্থার এক-তৃতীয়াংশ।
পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যবর্তী সময়ে ননপ্রফিট চাকরি কমছে। এতে দেখা গেছে, ২০১৭-২০১৯ সময়কালে ননপ্রফিট চাকরি কমেছে ৬২৬টি। তবে পরের তিন বছরে ৪৫৩টি চাকরি পুনরুদ্ধার হয়েছে। তবে এই পাঁচ বছরে নিট ক্ষতি হয়েছে ১৭৩টি চাকরি। তবে সার্বিকভাবে এই সময়ে দেশব্যাপী এ ধরনের চাকরি বেড়েছে।
উল্লেখ্য, কোভিড-১৯ মহামারির পর দেশব্যাপী বেসরকারি খাতে চাকরি ২০২২ সালে পুরোপুরি আগের অবস্থায় ফিরে যায়। কিন্তু ননপ্রফিট খাতের চাকরিগুলো এখনো টলমলে অবস্থায় রয়েছে। পুনরুদ্ধারের দিক থেকে নিউ ইয়র্ক সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি পুনরুদ্ধারের হাত ৭.৪ শতাংশ। 
ডিন্যাপলি এক বিবৃতিতে বলেন, ‘ননপ্রফিটগুলো আমাদের রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের কমিউনিটিগুলোর জন্য তারা অত্যাবশ্যক। কিন্তু তবুও তাদের সংখ্যা কমছে।’
তিনি বলেন, ‘অনেক ননপ্রফিট তাদের পরিষেবার জন্য সরকারি তহবিলের ওপর নির্ভর করে। চুক্তিতে বিলম্ব এবং পরিশ্রমিক প্রদানে দেরি হওয়ায় তারা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব সমস্যা সমাধানের দিকে নজর দিতে হবে নীতিনির্ধারকদের।’
 

শেয়ার করুন: