শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নানা জরিপ বলছে

মেয়র নির্বাচনে এন্ড্রু  কোমোই জিতবেন!

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:১২, ১৭ জানুয়ারি ২০২৫

মেয়র নির্বাচনে এন্ড্রু  কোমোই জিতবেন!

ছবি: সংগৃহীত

তিনি প্রার্থিতার কথা এখন পর্যন্ত ঘোষণা করেননি। কিন্তু তবুও নিউইয়র্ক সিটির মেয়র পদে তিনি বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবং সাবেক কম্পট্রোলার স্কট স্ট্রিঙ্গারের চেয়ে বেশি জনপ্রিয়। ফলে এবারের নির্বাচনে তার জয়লাভের সম্ভাবনা অনেক বেশি বলেই ধারণা করা হচ্ছে।

এক জরিপে দেখা গেছে, জুনের ডেমোক্র্যাট প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করলে কোমো পাবেন ৩৩ শতাংশ ভোট। আর নিউইয়র্ক সিটির সাবেক কম্পট্রোলার ১৩ শতাংশ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। বর্তমান মেয়র এরিক অ্যাডামস ১১ শতাংশ ভোট পাবেন। কুইন্সের স্টেট সিনেটর জেসিকা রামোস পাবেন ৭ শতাংশ, বর্তমান সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার পাবেন ৬ শতাংশ।
দ্বিতীয় আরেকটি জরিপেও কোমোকে বিপুল ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে।
আর ডেমোক্র্যাটিক অ্যাক্টিভিস্ট গ্রুপ প্রগ্রেসিভ ডেমোক্র্যাটস অব আমেরিকার পরিচালিত তৃতীয় জরিপে কোমোকে ডবল-ডিজিটে এগিয়ে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, সেই ১৯৭০-এর দশক থেকেই কোমো নামটির সাথে নিউইয়র্কবাসী পরিচিত। অ্যান্ড্রুর বাবা মারিও কোমোও নিউইয়র্কের গভর্নর ছিলেন। অবশ্য, তার প্রতিদ্বন্দ্বীরাও বেশ পরিচিত।
অ্যাডামস বর্তমান মেয়র। স্ট্রিঙ্গার ১৯৯৩ সাল থেকে নির্বাচিত হয়ে আসছিলেন। আর ল্যান্ডার হলেন বর্তমান কম্পট্রোলার। 
স্ট্রিঙ্গারের প্রচারণা দল এসব জরিপের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে প্রাপ্ত ফলাফলের ব্যাপারে কোনো আপত্তি জানায়নি।
সম্ভাব্য প্রার্থীরা আসন্ন নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ করার অভিযান চালানোর প্রেক্ষাপটে এই  জরিপের ফলাফল প্রকাশ করা হলো।
 

শেয়ার করুন: