শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অ্যাডামসের বিরুদ্ধে মামলা

ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার  করবেন সেই ব্যবসায়ী

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৯, ১৭ জানুয়ারি ২০২৫

ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার  করবেন সেই ব্যবসায়ী

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের নির্বাচনী প্রচারণায় অবৈধভাবে অর্থ প্রদানের সাথে জড়িত এক তুর্কি সরকারি কর্মকর্তার সাথে কাজ করার জন্য অভিযুক্ত ব্রুকলিনের রিয়েল এস্টেট ম্যাগনেট ষড়যন্ত্র মামলায় অপরাধ স্বীকার করবেন বলে জানিয়েছেন ফেডারেল প্রসিকিউটররা।
গত অক্টোবরে অ্যাডামসের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের সাথে যেসব ব্যক্তি জড়িত রয়েছেন, তাদের অন্যতম হলেন এই রিয়েল এস্টেট নির্মাণ প্রতিষ্ঠানের মালিক আরডেন আরকান। তিনিই শুনানির সময় প্রথম ব্যক্তি হিসেবে দোষ স্বীকার করতে পারেন।

প্রসিকিউটররা জানান, আরকানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি আসল দাতার নাম গোপন করে অ্যাডামসের নির্বাচনী তহবিলে অর্থ সংস্থান করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
তবে আরকানের আইনজীবীকে এ ব্যাপারে মন্তব্যের জন্য পাওয়া যায়নি। অবশ্য মেয়রের অ্যাটর্নি আলেক্স স্পিরো বলেন, এই সিদ্ধান্ত মেয়রের মামলায় কোনো প্রভাব ফেলবে না।
তিনি বলেন, ‘আমরা সরকারের নিজস্ব সাক্ষাতকার থেকে জানতে পেরেছি যে মি. আরকান জানিয়েছেন যে তার তৎপরতার ব্যাপারে মেয়র অ্যাডামস কিছুই জানেন না।
নিউ ইয়র্কের সুপরিচিত তুর্কি সম্প্রদায়ের সদস্য আরকান ব্রুকলিনভিত্তিক বিলাসবহুল কন্ডোমিনিয়াম নির্মাণের জন্য বিখ্যাত কেএসকের অন্যতম মালিক। তার প্রতিষ্ঠান ২০২৩ সালের নভেম্বরে অ্যাডামসের সাথে সম্পর্ক রাখার জন্য লাইমলাইটে চলে আস। ওই সময় তদন্তকারীরা তার বাড়িতে অনুসন্ধান চালায়। একইসাথে অ্যাডামসের প্রধান তহবলি সংগ্রহকারক এবং তুর্কি সম্প্রদায়ের সাথে অ্যাডামসের যোগাযোগ রক্ষাকারীর বাড়িতেও তল্লাশি চালানো হয়।
এর পরপরই অ্যাডামসের বিরুদ্ধে বিলাসবহুল ভ্রমণ সুবিধার আকারে ঘুষ গ্রহণের জন্য অভিযোগ আনা হয়। এছাড়া অ্যাডামসের প্রভাব কাজে লাগানোর আশায় ওই তুর্কি কর্মকর্তা এবং অন্য বিদেশি নাগরিকরা অবৈধভাবে নির্বাচনী তহবিলে অর্থ দিয়েছেন বলেও অভিযোগ আনা হয়। তবে অ্যাডামস এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি এসব মামলায় লড়াই চালিয়ে যাবেন।
তবে অভিযোগে বলা হয়, এক তুর্কি কর্মকর্তা ২০২১ সালের এপ্রিলে একটি ডিনারের আয়োজন করেছিলেন। এতে অ্যাডামস ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে অবৈধভাবে অর্থ সংগ্রহের পক্ষে কথা বলেছিলেন। এর পরের মাসে আরকান অ্যাডামসের পক্ষে কেএসকের সদরদফতরে একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে ওই প্রতিষ্ঠানের ১১ জন কর্মী ১,২০০ ডলার থেকে ১,৫০০ ডলার করে দান করেন।
আরকান পরে এফবিআইয়ের কাছে স্বীকার করেন যে তিনি তহবিল সংগ্রহের জন্য ওই তুর্কি কর্মকর্তার সাথে কথা বলেছেন।
 

শেয়ার করুন: