শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সবখানে তোলপাড়

পুলিশের গোপন গাড়ির  রহস্যময় ব্যবহার!

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:২২, ১৭ জানুয়ারি ২০২৫

পুলিশের গোপন গাড়ির  রহস্যময় ব্যবহার!

ছবি: সংগৃহীত

গাড়িগুলো ভাড়া নেওয়া হয়েছিল নিউইয়র্ক পুলিশের গোপন অভিযান পরিচালনা করার জন্য। বিশেষ করে গোয়েন্দারা এগুলো ব্যবহার করে অভিযান চালাতে পারবে। কিন্তু এগুলোর রহস্যময় ব্যবহার বড় ধরনের প্রশ্নের সৃষ্টি করেছে। 
‘কনফিডেনশিয়াল রেন্টাল অ্যান্ড লিজিং অফিস’ নামের এক কর্মসূচির আওতায় ১০০-এর কিছু বেশি গাড়ি ভাড়া করা হয়েছিল। কিন্তু প্রতি মাসে এগুলোর বিল ওঠছে ১০ লাখ মিলিয়ন ডলারের বেশি। নিউইয়র্ক পুলিশ বিভাগের উচ্চপদস্থ সদস্যরা এগুলোর অপব্যবহার করছেন- এমন অভিযোগের প্রেক্ষাপটে এ নিয়ে তদন্তও শুরু হয়ে গেছে।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশের অফিস মনে করছে, এমন কর্মকর্তারাও এসব গাড়ি ব্যবহার করেছেন, যাদের নিয়ন্ত্রণে ভাড়া করা কয়েকটি করে এসইউভি ছিল। ফলে তাদের গোপন অভিযানের জন্য সংগ্রহ করা গাড়ি ব্যবহার করার দরকারই ছিল না।
এই কর্মসূচির অপব্যবহারের জন্য বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার নাম ওঠে এসেছে।
টিশের অফিস সকল ইউনিটকে পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছে। অফিস আরো জানায়, এসব গাড়ি নিউইয়র্ক পুলিশের শীর্ষ কর্মকর্তাদের জন্য ভাড়া করা হয়নি। বরং তদন্তকারীদের জন্য নেওয়া হয়েছিল।
 

শেয়ার করুন: