শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

৩১টি সফরের জন্য ব্যয়

ব্লাজিওকে ৪৭৫ হাজার  ডলার দিতেই হবে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৬, ১৭ জানুয়ারি ২০২৫

ব্লাজিওকে ৪৭৫ হাজার  ডলার দিতেই হবে

ছবি: সংগৃহীত

সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাজিওকে অবশ্যই চার লাখ ৭৫ হাজার ডলার পরিশোধ করতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনে ব্যর্থ প্রতিদ্বন্দ্বিতার সময় তিনি এই অর্থ ব্যয় করেছিলেন বলে পুলিশ দাবি করেছে। এক বিচারপতি সাবেক মেয়রের আইনগত চ্যালেঞ্জকে ‘হতবুদ্ধিকর’ এবং ‘পুরোপুরি ভিত্তিহীন’ অভিযোগ করে ওই রায় দিয়েছেন।
বিচারক শাহাবুদ্দিন আলী তার ৮০ পৃষ্ঠার রায়ে জানান, নগর কর্তৃপক্ষ দেশজুড়ে সাবেক মেয়রের ব্যাপক সফরের ব্যয়ভার বহন করতে পারে না। 

বিচারপতি তার রায়ে লেখেন, ব্লাজিও নগরীর স্বার্থগত বিরোধের সাথে সংশ্লিষ্ট নন বলে যে দাবি করেছন, তা যথাযথ নয়।
এই রায়ের ফলে ২০১৯ সালে চার মাসের নির্বাচনী প্রচারণায় বিমান ভাড়া এবং অন্যান্য সফর ব্যয় হিসেবে ব্লাজিওকে তিন লাখ ২০ হাজার ডলার পরিশোধ করতে হবে। ওই সময় তিনি দ্বিতীয় মেয়াদে মেয়র হিসেবে কাজ করছিলেন। এছাড়া প্রতিটি নিরাপত্তা কর্মীর জন্য ব্যয় করা পাঁচ হাজার ডলার পরিশোধ করতে হবে। এর ফলে তার ৩১টি সফরের জন্য ব্যয় হবে এক লাখ ৫৫ হাজার ডলার পরিশোধ করতে হবে।
ডি ব্লাজিওর অ্যাটর্নি অ্যান্ড্রু জি সেলি জুনিয়র এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকার করেন। এছাড়া ডি ব্লাজিও টেক্সট মেসেজের কোনো জবাব দেননি।
 

শেয়ার করুন: