বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ট্রাম্পের অভিবাসী দমন অভিযান

নিউইয়র্কে ৫ দাগি  আসামি আটক

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৩, ৩১ জানুয়ারি ২০২৫

নিউইয়র্কে ৫ দাগি  আসামি আটক

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের দেশব্যাপী অবৈধ অভিবাসী দমন অভিযানের প্রথম দিনে নিউইয়র্ক সিটি থেকে ৫ দাগি আসামিকে গ্রেফতার করা হয়েছে।  
কুইন্সে মেক্সিকোর এক নাগরিককে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আর ব্রঙ্কসে ধর্ষণ ও যৌন হেনস্তার মামলায় মেক্সিকোর আরেক নাগরিককে গ্রেফতার করা হয়।

আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, আপার ম্যানহাটান থেকে এক ডোমিনকান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তার নিজ দেশে দুটি খুনের অভিযোগ রয়েছে।মঙ্গলবার ভোর থেকেই অভিযান মুরু হয়। ব্রঙ্কস থেকে অভিযান শুরু হয়ে সব বরোতেই তা পরিচালিত হয়।
ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম পর্যন্ত অভিযানে যোগ দেন। এ সময় প্রতিটি অ্যাপার্টমেন্টের দরজা বন্ধ ছিল।
তিনি জানান, তাদের প্রথম অভিযানে জামব্রানো-প্যাচেকো নামের ২৫ বছরের এক ভেনেজুয়েলার নাগরিককে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে একটি বাড়িতে জোরপূর্বক প্রবেশের অভিযোগ রয়েছে।
ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে সাড়ে চার হাজারের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। যেসব নগরীতে অভিবাসীদের ব্যাপকভাবে আশ্রয় দেওয়া হচ্ছিল, সেখানে বিশেষভাবে অভিযান পরিচালিত হচ্ছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশ থেকে সাত হাজার ৩০০ লোককে গ্রেফতার করা হয়েছে। ট্রাম্পের নতুন বর্ডার জার টম হোম্যান জানিয়েছেন, দমন অভিযানে কয়েক লাখ লোককে বহিষ্কার করা হবে।
ট্রাম্প গত ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পরপরই দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন। সেখানে মার্কিন সামরিক বাহিনীর ১৫ শ’ সৈন্যকে মোতায়েন করা হয়েছে।
অভিবাসীরা প্রতিরোধের মুখে পড়ায় ইতোমধ্যেই তাদের সংখ্যা কমতে শুরু করেছে। ফক্স নিউজ জানিয়েছে, রোববার ৬০০ অবৈধ অভিবাসীও সীমান্তে আসেনি। সংখ্যাটি বাইডেন প্রশাসনের শেষ দিনগুলোতে সপ্তাহে প্রায় অর্ধেক। আর সঙ্কটটি শীর্ষ অবস্থায় থাকার সময় দিনে ছয় হাজার পর্যন্ত অবৈধ অভিবাসী সীমান্তে প্রবেশ করত।
 

শেয়ার করুন: