বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

এরা বাইডেন আমলে এসেছিল

লক্ষ লক্ষ অভিবাসীর বৈধতা বাতিল হচ্ছে!

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ০৫:১০, ৮ ফেব্রুয়ারি ২০২৫

লক্ষ লক্ষ অভিবাসীর বৈধতা বাতিল হচ্ছে!

প্রতীকী ছবি

বাইডেন আমলে বিশেষ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অনেক অভিবাসীর আইনগত মর্যাদা বা বৈধতা বাতিল করার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। যেসব লোককে বহিষ্কার করা হবে, তাদের তালিকা তৈরীর সাথে জড়িত একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগটি বিশেষভাবে প্রযোজ্য হবে নিকারাগুয়া, কিউবা, ভেনেজুয়েলা ও হাইতির অভিবাসীদের জন্য। এসব অভিবাসী মানবিক প্যারোলের আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। ওই কর্মসূচির আওতায় পাঁচ লাখ ৩০ হাজারের বেশি কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল।
তবে এসব অভিবাসীর অনেকে অন্যান্য কর্মসূচির আওতায় নিজেদের রক্ষা করতে পারবে। ফলে তাদেরকে বহিষ্কার করা সম্ভব হবে না। তবে তারা যদি ওইসব কর্মসূচির সহায়তা গ্রহণ না করেন, তবে তাদেরকেও বহিষ্কার করা হতে পারে।
রিপাবলিকানরা বাইডেন প্রশাসনের মানবিক প্যারোল কর্মসূচির তীব্র সমালোচনা করে বলছেন যে তার প্রশাসন ক্ষমতার অপব্যবহার করেছে। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারোল পর্যালোচনা করার আহ্বান জানিয়ে এক নির্বাহী আদেশে সই করেছেন।
বাইডেন প্রশাসন কিছু শর্তে তথাকথিত মানবিক প্যারোলের ব্যবস্থা অনুমোদন করেছিল।
এই কর্মসূচির আওয়ায় আসা অনেকে দুই বছরের কম সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। দুই বছর বা তার চেয়ে বেশি সময় ধরে অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে না- এমন অবৈধ অভিবাসীদের বহিষ্কারের কাজ দ্রুত করার জন্য ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছেন।
এ কাজটি দ্রুততার সাথে করার জন্য অভিবাসন কর্মকর্তারা অভিবাসন বিচারকের সামনে হাজির করার ব্যবস্থাও অনুসরণ করছেন না।

শেয়ার করুন: