বুধবার, ১২ মার্চ ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মেয়র নির্বাচন 

অ্যাডামস তবুও  দ্বিতীয় স্থানে 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৯, ৭ মার্চ ২০২৫

অ্যাডামস তবুও  দ্বিতীয় স্থানে 

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এরিক অ্যাডামসের জব এপ্রুভাল রেটিং ২০ শতাংশে নেমে গেলেও তিনি এখনো প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন। নতুন জরিপে এই তথ্য জানা গেছে।

গত বছরই তার রেটিং ২৮ শতাংশে নেমে গিয়েছিল। এবার তা আরো কমে ৩০ বছরের মধ্যে কোনো মেয়রের সর্বনি¤œ অবস্থানে রয়েছেন তিনি।
নিউইয়র্ক সিটির নিবন্ধিত ভোটাররা জরিপকারীদের বলেন যে অ্যাডামসের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির অভিযোগুলো প্রত্যাহার করা উচিত নয়। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার বিভাগ ওই অভিযোগগুলো প্রত্যাহারের পক্ষে।
জরিপে অংশগ্রহণকারীদের ৫৬ ভাগই মনে করেন, অ্যাডামসের উচিত হবে পদত্যাগ করা। আর ৩৫ শতাংশ এর বিপক্ষে তাদের অভিমত জানিয়েছেন।
কুইননিপিয়াক ইউনিভার্সিটির জরিপের সহকারী পরিচালক ম্যারি ¯েœা বলেন, মেয়রের মামলাগুলো নিয়ে দেশব্যাপী বিতর্ক সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে তার প্রতি ভোটারদের আস্থা আরো কমে গেছে।
তিনি বলেন, ‘অ্যাডামসের বিরুদ্ধে দায়ের করা ফেডারেল অভিযোগগুলো বাতিল করা হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে জনতার আদালতে ভোটাররা মনে করেন, অ্যাডামসের উচিত সরে দাঁড়ানো।’
তবে এই জরিপেই দেখা গেছে, মেয়র নির্বাচনে এরিক অ্যাডামস দ্বিতীয় স্থানে রয়েছেন।
এখন পর্যন্ত ১১ জন প্রার্থী মেয়র নির্বাচনে লড়াই করার কথা জানিয়েছেন। এদের মধ্যে সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো ৩১ শতাংশ রায় নিয়ে প্রাইমারিতে এগিয়ে রয়েছেন। আর অ্যাডামস ১১ শতাংশ রায় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
আর তৃতীয় স্থানে আছেন ডেমোক্র্যাটিক সোস্যালিস্ট জোহরান মামদানি। তিনি ৮ শতাংশ সমর্থন পেয়েছেন।
 ¯েœা বলেন, নিউইয়র্কের গভর্নর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হওয়ার সাড়ে তিন বছর পর কোমো ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হিসেবে আত্মপ্রকাশ করেছেন। 
 

শেয়ার করুন: