মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা

চাকরি হারাচ্ছে ৮০ হাজার মানুষ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:১১, ৭ মার্চ ২০২৫

চাকরি হারাচ্ছে ৮০ হাজার মানুষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসন ভেটেরান্স বিভাগের ৮০ হাজারের বেশি চাকরি বাতিল করার পরিকল্পনা করছে। অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের স্বাস্থ্য পরিচর্যা প্রদানের জন্য সৃষ্ট এসব চাকরি বাতিলের মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুনভাবে বিন্যাস করা হচ্ছে বলে জানা গেছে।

ভিএ-এর চিফ অব স্টাফ ক্রিস্টোফার সাইরেক সংস্থার উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বলেছেন, সংস্থার ২০১৯ সালের চার লাখের কম স্টাফ থাকার পর্যায়ে নিয়ে আসার জন্য কর্মীদের নিয়োগ বাতিল করা হচ্ছে। ২০২২ সালের প্যাক্ট অ্যাক্টের আওতায় বাইডেন প্রশাসন এসব কর্মীকে নিয়োগ দিয়েছিল।
এছাড়া সংস্থাটিকে গভার্নমেন্ট ইফিসিয়েন্ট বিভাগের সাথে কাজ করতেও বলা হয়েছে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আরো আগ্রাসী ও বিচক্ষণভাবে কাজ করার জন্যও সংস্থাটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভিএ-এর ২৫ ভাগের বেশি কর্মী সাবেক সামরিক সদস্য।
বিলিয়নিয়ার এলন মাস্কের নেতৃত্বে সরকারের ব্যয় কমানোর পরিকল্পনার অংশ হিসেবেই ছাঁটাইয়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যেই ছাঁটাইয়ের শিকার ভিএ-এর ইন্সপেক্টর জেনারেল মাইকেল মিসাল বলেন, এই সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটি অভিজ্ঞ লোকের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি ৯ বছর সংস্থাটিতে নিয়োজিত ছিলেন।
তিনি বলেন, যা ঘটছে, তাতে করে বর্ষীয়ান সদস্যদের জন্য কল্যাণকর কিছু হবে না। তাদের জন্য খারাপ কিছু ঘটবে।
 

শেয়ার করুন: