
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীরা যাতে স্বেচ্ছায় আমেরিকা ছেড়ে চলে যান, সেজন্য ডিএইচএস ২০০ মিলিয়ন ডলারের প্রচারণা চালাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনবিরোধী অভিযোগ জোরদার করার প্রেক্ষাপটে এই প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি মোবাইল অ্যাপ ও ব্যয়বহুল বিজ্ঞাপনের মাধ্যমে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশত্যাগ করতে রাজি করাতে চাচ্ছে।
দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যে যতজন অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা সম্ভব বলে মনে করা হয়েছিল, প্রকৃত সংখ্যাটি তার চেয়ে অনেক কম হওয়ায় নতুন উদ্যোগ গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন।
চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসন সিবিপি ওয়ান অ্যাপটি আবার চাঙ্গা করেছে। এবার প্রশাসনের উদ্দেশ্য ভিন্ন। বাইডেন প্রশাসনের আমলে অ্যাপটির মাধ্যমে আশ্রয়প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের জন্য আবেদন করার কাজে ব্যবহৃত হতো। প্রশাসন নতুন ব্যবস্থাকে অবৈধ অভিবাসীদের ‘সবচেয়ে নিরাপদ বিকল্প’ হিসেবে অভিহিত করছে।
এই লক্ষ্যে নতুন বিজ্ঞাপনে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, ‘অবৈধ অভিবাসীদের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা পরিষ্কার : আপনারা এখনই যুক্তরাষ্ট্র ত্যাগ করুন। তা না হলে আমরা অবশ্যই আপনাদের খুঁজে বের করে বহিষ্কার করব। তখন আর আপনারা ফিরতে পারবেন না।’
বিজ্ঞাপনে নোয়েম বলেন, ‘এখন সিদ্ধান্ত আপনার। আমেরিকা ওইসব লোকদের স্বাগত জানায়, যারা আমাদের আইনকে সম্মান করে। কারণ একটি শক্তিশালী জাতি হলো একটি নিরাপদ জাতি।’
এখন পর্যন্ত নিউজার্সি, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা রাজ্য এবং ফোনিক্স, বস্টন, ডালাস, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনের মতো কয়েকটি নগরীর কিছু টিভি স্টেশন বিজ্ঞাপনটি প্রচার করছে।
ডিএইচএস ওই বিজ্ঞাপনের আন্তর্জাতিক সংস্করণও প্রকাশ করেছে। তাতে অবশ্য অবৈধভােেব যুক্তরাষ্ট্রে প্রবেশ না করতে বলা হয়েছে।