শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

৩০ দিন যুক্তরাষ্ট্রে থাকলেই  কানাডিয়ানদের ফিঙ্গারপ্রিন্ট

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৯, ১৪ মার্চ ২০২৫

৩০ দিন যুক্তরাষ্ট্রে থাকলেই  কানাডিয়ানদের ফিঙ্গারপ্রিন্ট

ছবি: সংগৃহীত

কানাডার নাগরিকরা ৩০ দিনের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে তাদেরকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টে নিবন্ধন এবং ফিঙ্গারপ্রিন্ট দাখিল করতে হবে। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে উত্তেজনা চলার প্রেক্ষাপটে এ নিয়ে নতুন আইন করা হয়েছে।

দুই কানাডিয়ান কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ১৪ বা এর চেয়ে বেশি বয়স্ক যেসব কানাডিয়ান মার্কিন কোনো কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করে না থাকলে তার জন্য নতুন নিয়ম প্রযোজ্য হবে।
তবে বিদ্যমান অভিবাসন আইনের মধ্যেই নতুন নিয়মটি থাকলেও তা এত দিন তেমনভাবে অনুসরণ করা হতো না। ফলে কানাডার নাগরিকরা স্থল সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারতেন।
মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, নতুন নিয়মটি ১১ এপ্রিল থেকে কার্যকর হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে সকল অনিবন্ধিত বিদেশিকে আইন অনুসরণ করতে হবে মর্মে নির্বাহী আদেশে সই করার দিন থেকেই এই ব্যবস্থা চালু হবে।
ওই আদেশে বলা হয়েছে, যারা নিবন্ধন মেনে চলতে পারবে না, তারা ‘নাগরিক ও ফৌজদারি নিয়ম’ অমান্য করেছে বলে বিবেচিত হবে।
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কঠোর বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষাপটে এই নিয়ম কার্যকর করা হলো। উল্লেখ্য, দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের ফল অর্থনীতির ওপর ব্যাপকভাবে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
কানাডার পণ্যের ওপর ব্যাপক হারে শুল্ক আরো করার কথা বলছেন ট্রাম্প। নির্মাণসামগ্রীর ওপর করারোপ ছাড়াও কানাডা থেকে আমদানি করা সকল পণ্যের ওপর ২৫ ভাগ শুল্ক বসানোর কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট।
এর জবাবে কানাডাও একই ধরনের পদক্ষেপ নিচ্ছে।
 

শেয়ার করুন: