শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ইইউর অ্যালকোহলে ২০০ শতাংশ কর 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৭, ১৪ মার্চ ২০২৫

ইইউর অ্যালকোহলে ২০০ শতাংশ কর 

ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ইউনিয়ন মার্কিন হুইস্কির ওপর ৫০ ভাগ কর আরোপের পাল্টা হিসেবে সেখান থেকে আমদানি করা সকল অ্যালকোলিক পণ্যের ওপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ট্রুথ সোস্যালে বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা আদায় করার একমাত্র উদ্দেশ্য নিয়ে গঠিত বিশ্বের অন্যতম বৈরী ও অবমাননাকর কর কর্তৃপক্ষ ইউরোপিয়ান ইউনিয়ন হুইস্কির ওপর জঘন্য ৫০ শতাংশ কর আরোপ করেছে।’

তিনি অভিযোগ করেন, ‘এই কর অবিলম্বে প্রত্যাহার করা না হলে যুক্তরাষ্ট্র ২০০ শতাংশ কর আরোপ করবে। ফ্রান্স এবং ইইউর প্রতিনিধিত্বকারী অন্য সকল দেশ থেকে আসা সকল মদ, শ্যাম্পেইন ও অ্যালকোহলিক পণ্যের ওপরই তা ধার্য করা হবে। আর তা যুক্তরাষ্ট্রের মদ ও শ্যাম্পেন ব্যবসার জন্য দারুণ হবে।’
মার্কিন বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনার অংশ হিসেবে ইইউর ওপর কর ধার্য করার কথা জানান ট্রাম্প।
তিনি তার ট্রুথ সোস্যালে আরেক পোস্টে বলেন, ‘যুক্তরাষ্ট্র মুক্ত বাণিজ্য করতে পারে না। পুরো ুনিয়া আমারে শোষণ করছে।’
ট্রাম্পের নতুন কর নীতি ঘোষণার পর ইইউ এপ্রিল থেকে হুইস্কির ওপর ৫০ ভাগ কর আরোপের কথা ঘোষণা করেছে।
ট্রাম্প ইতোপূর্বে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ কর আরোপ করেন।
এছাড়া তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেহেতু কানাডাকে ভর্তুকি দিয়ে থাকে, তাই কানাডার উচিত হবে যুক্তরাষ্ট্রের ৫১তম প্রদেশে পরিণত হওয়া।
 

শেয়ার করুন: