
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো এবং তার সহযোগীদের বিরুদ্ধে আনা কোভিড-সম্পর্কিত এবং যৌন হয়রানিমূলক মামলায় যেসব আইনজীবী করদাতাদের অর্থে তাদের হয়ে লড়াই করেছিলেন, তারা এখন মেয়র পদে তার হয়ে তহবিল সংগ্রহে নেমেছেন। তহবিল সংগ্রহের ওই অনুষ্ঠানটি হবে ম্যানহাটনে।
ওই আইনজীবীরা যে প্রতিষ্ঠানের হয়ে কোমো ও তার সহকর্মীদের পক্ষে মামলায় লড়াই করেছেন, সেটি ২.৭৯ মিলিয়ন ডলার পেয়েছিল।
কোমোর বিরুদ্ধে আনা যৌন হয়রানির মামলায় রিটা গ্লাভিন ও থেরেসা ট্রজকোমা তহবিল সংগ্রহের অনুষ্ঠানে সহ-আয়োজক হিসেবে দেখানো হয়েছে। সহ-আয়োজক হিসেবে আরো আছেন যোশেফ বেলাক। তিনি নিউ ইয়র্ক বোর্ডের স্টেট ইউনিভার্সিটির ট্রাস্টি হিসেবে কাজ করছেন।
রিটা গ্লাভিনের প্রতিষ্ঠান করদাতাদের ৫.৬৮ মিলিয়ন ডলার পেয়েছিল। আর থেরেসার প্রতিষ্ঠান পেয়েছিল ৬.৪ মিলিয়ন ডলার।
তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে ২৫০ ডলার থেকে ২,১০০ ডলার পর্যন্ত প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে।
#মিটু আন্দোলন এবং কোমোর মেয়র প্রতিদ্বন্দ্বীরা এই তহবিল সংগ্রহ অনুষ্ঠানকে ভয়াবহ রকমের আপত্তিজনক হিসেবে অভিহিত করেছেন।
সেক্সুয়াল হ্যারেজমেন্ট ওয়ার্কিং গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা এরিকা ভøাদিমার বলেন, ‘অ্যান্ড্রু কোমোর প্রচারণায় নিজেদের কষ্টার্জিত অর্থ যেতে দেখে মনে হয় না যে নিউ ইয়র্কের করদাতারা খুশি হবে।’
তিনি বলেন, যেসব নারী কোমোর আইনজীবী লের হয়রানির শিকার হয়ে যাচ্ছে, তারে কাটা ঘায়ে এটি নুনের ছিটা হিসেবে কাজ করবে।
আর কোমোর যৌন হয়রানির শিকার বলে দাবিকারী কারেন হিন্টন তহবিল সংগ্রহের এই অনুষ্ঠানকে ‘আতঙ্কজনক’ হিসেবে অভিহিত করেন। তিনি ২০০০ সালে ইউএস সেক্রেটারি অব হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্টে কাজ করার সময় অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে পড়েছিলেন।
তবে এ ব্যাপারে কয়েকবার জানতে চাইলেও কোমো জবাব দেননি।