
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের প্রেক্ষাপটে আইস ৩২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে বলে ফেডারেল হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তারা জানিয়েছেন। সংখ্যাটি প্রকাশের মাধ্যমে ট্রাম্পের অভিবাসনবিরোধী কার্যক্রমকে সফল হিসেবে অভিহিত করতে চাচ্ছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট।
আইসই ভারপ্রাপ্ত পরিচালক টড লিয়ন্স বলেন, ‘আমি পরিষ্কার করতে চাই যে আইস ট্রাম্প প্রশাসনের দায়িত্ব গ্রহণের প্রথম ৫০ দিনে বাইডেন প্রশাসনের চেয়ে বেশি লোককে গ্রেফতার করেছে।
তিনি বলেন, গত বছর যত লোককে গ্রেফতার করা হয়েছিল, আইসিই অল্প কয়েক দিনেই তার চেয়ে বেশি করেছে।
গত ২০ জানুয়ারির পর যে ৩২ হাজার লোককে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে ১৪,১১১ জন দোষী সাব্যস্ত অপরাধী, ৯,৯৮০ জন বিচারাধীন আসামি, বাকি ৮,৭১৮ জন অভিবাসন আইন লঙ্ঘনকারী বলে জানা গেছে।
টড লিয়ন্স বলেন, যারা যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন লঙ্ঘন করেছে, তারাও অপরাধ করেছে।
ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অপরাধ করেছে, এমন ১০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার পরিকল্পনা করছেন।
অপরাধী ছাড়াও যাদেরকে যুক্তরাষ্ট্র ত্যাগ করার জন্য ফেডারেল অভিবাসন আদালত আদেশ জারি করেছে, ট্রাম্প প্রশাসন তাদেরকেও বহিষ্কার করতে চায়।
সর্বশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ত্যাগ করার আদেশপ্রাপ্ত প্রায় ১৪ লাখ লোক এখনো আমেরিকার মাটিতে রয়ে গেছে।
ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর প্রথম সপ্তাহে ২,৩০০ জনের বেশিকে বহিষ্কার করে।