শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

রাতের বেলায় শিল্প এলাকায় 

ট্রাক পার্কিং ব্যবস্থার  বিরুদ্ধে পরিকল্পনা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:০২, ২২ মার্চ ২০২৫

ট্রাক পার্কিং ব্যবস্থার  বিরুদ্ধে পরিকল্পনা

ছবি: সংগৃহীত

রাতের বেলায় শিল্প এলাকায় পার্ক করার প্রস্তাব দেওয়ার মাধ্যমে বাণিজ্যিক যানবাহনগুলোকে আবাসিক এলাকা থেকে দূরে রাখার একটি পাইলট কর্মসূচি চালু করেছে নিউ ইয়র্ক সিটির পরিবহন বিভাগ। ডিওটি কমিশনার ইয়ানিস রড্রিগেজ এক নিউজ রিলিজে জানিয়েছেন, বড় বড় ট্রাক্টর-ট্রেইলর এবং অন্যান্য বাণিজ্যিক যানবাহন শিল্প এলাকায় পার্ক করার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

এই প্রকল্পটি এক বছরের জন্য চলবে। এর আওতায় রাতের বেলায় আবাসিক এলাকায় ট্রাক পার্ক করার সংখ্যা কমবে।
এই লক্ষ্যে তিনটি এলাকা বাছাই করা হয়েছে। এগুলো হচ্ছে ব্রুকলিনের ফ্লাটল্যান্ডস/ফেয়ারফিল্ড, ব্রনক্সের হান্টস পয়েন্ট এবং কুইন্সের মাসপেথ।
এক বিবৃতিতে মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, এই প্রকল্প কমিউনিটি এবং ট্রাক শিল্প উভয়ের জন্যই ‘উইন-উইন’ বিষয়।
এই প্রকল্পের আওতায় ট্রাক অপারেটররা পার্কএনওয়াইসি অ্যাপের মাধ্যমে তাদের পার্কিংয়ের অর্থ পরিশোষ করবে। এটি প্রতি সেশনের জন্য ১০ ডলার করে আট ঘণ্টার ইনক্রিমেন্টে দিনে ২৪ ঘণ্টার জন্য সহজলভ্য থাকবে। তবে রোববার নগরীজুড়ে পার্কিং থাকবে ফ্রি।
রড্রিগেজ বলেন, প্রায়ই আবাসিক এলাকা এবং শ্রমজীবী শ্রেণি রাতের বেলার অবৈধ পার্কিংয়ের বোঝা বহন করে। এর অবসানের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 

শেয়ার করুন: