
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির এমটিএর সাথে মার্কিন পরিবহন মন্ত্রী সিন ডাফির দূরত্ব ক্রমেই বাড়ছে। আর এর জের ধরে মন্ত্রী হুমকি দিয়েছেন যে নগরীর ট্রানজিট সিস্টেমে অপরাধ না কমালে তিনি ফেডারেল তহবিলই বন্ধ করে দেবেন। এমটিএকে পাঠানো এক চিঠিতে ডাফি ট্রানজিট কর্মীদের ওপর হামলা, ভাড়া ফাঁকি দেওয়া এবং সাবওয়ে-সম্পর্কিত অপরাধমূলক কাজের পরিসংখ্যান দাবি করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে অ্যাজেন্সি ৩১ মার্চের মধ্যে তা না দিলে ফেডারেল তহবিল স্থগিত করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন।
অবশ্য এমটিএর এক মুখপাত্র জানিয়েছেন, তারা ডাফিকে তথ্য দিতে রাজি। তিনি জানান, ২০২০ সালের তুলনায় ট্রানজিট অপরাধ ৪০ শতাংশ কমে গেছে। এমটিএ আরো জানিয়েছে, যেকোনো অ-মহামারি বছরের তুলনায় চলতি বছরই বড় অপরাধ সবচেয়ে কম হয়েছে।
কনজেশন প্রাইসিং কর্মসূচি নিয়ে ফেডারেল সরকার এবং এমটিএর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ডাফি চিঠিটি লিখেছেন।
ইতোমধ্যেই ফেডারেল সরকার কনজেশন প্রাইসিং নির্ধারণের কাজে ব্যবহার করা ক্যামেরাগুলো শুক্রবারের মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছে। তবে এমটিএ এবং নিউ ইয়র্ক রাজ্য এই নির্দেশকে আদালতে চ্যালেঞ্জ করেছে। খোদ গভর্নর ক্যাথি হোকুলও ওয়াশিংটনে বিষয়টি উত্থাপন করেছেন।
তিনি বলেন, কনজেশন প্রাইসিং সবাই যে পছন্দ করছে, তা নয়। তবে অনেকেরই এটি ভালো লাগছে। কারণ এতে অনেক সময় বাঁচে।
ট্রানজিট সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য এমটিএ প্রতিবছর ফেডারেল তহবিল হিসেবে কয়েক বিলিয়ন ডলার পেয়ে থাকে।