
ছবি: সংগৃহীত
আপনি সম্ভবত এখনো সরকারের কাছ থেকে প্রণোদনার চেক পাওয়ার উপযুক্ত। তবে তা পেতে হলে আপনাকে বসে থাকলে চলবে না। ৩০ দিনের মধ্যে আপনাকে তা গ্রহণ করতে হবে।
আইআরএস রিকভারি রিবেট ক্রেডিট ইস্যু করছে। যেসব করদাতা তাদের ২০২১ ট্যাক্স রিটার্নে প্রণোদনা পেমেন্ট দাবি করেননি, তাদেরকে এটা দেওয়া হচ্ছে।
ফেডারেল সরকার বলছে, ২০২১ সালের ট্যাক্স রিটার্নের আলোকে যারা প্রণোদনা চেক গ্রহণ করেননি। ২০২৪ সালের ডিসেম্বর থেকে তাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে ২.৪ বিলিয়ন ডলারের চেক পাঠানো হচ্ছে। যোগ্য ব্যক্তিরা জানুয়ারির শেষ নাগাদই তাদের চেক পেয়ে যাওয়ার কথা।
তবে এখন পর্যন্ত যারা এসব চেক গ্রহণ করেননি, তাদেরকে ১৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। আর কাজটি যত তাড়াতাড়ি করা হবে, ততই ভালো হবে।
উল্লেখ্য, যেসব ব্যক্তির বার্ষিক আয় ৭৫ হাজার ডলার কিংবা বিবাহিত দম্পতির যৌথ আয় দেড় লাখ ডলার, তাদের জন্যই ২০২১ সালের ট্যাক্স রিটার্ন ফাইল জমা দেওয়া ছাড়া আর কিছু করার দরকার হবে না।
আর যাদের আয় এই সীমার বেশি, তারা কম পেমেন্ট পাবে কিংবা কিছুই পাবে না।
আইআরএস জানিয়েছে, ১৫ এপ্রিলের সময়সীমার মধ্যে যারা আবেদন করবে না, তারা চেক পাবে না। আর এই সময়সীমা বাড়ানো হবে না।