
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটান সাবওয়ে স্টেশনে বেঞ্চের বদলে লিনিং বার স্থাপন করায় বিভ্রান্তিতে পড়ে গেছে যাত্রীরা। তারা এই উদ্যোগকে ‘অস্বস্তিদায়ক’ ও ‘বিশ্রি কাজ’ হিসেবে অভিহিত করেছে। নতুন এসব ধাতব বার ওয়েস্ট ফোর্থ স্ট্রিট সাবওয়ে স্টেশনের প্লাটফর্মে শোভা পাচ্ছে।
এমটিএ জানিয়েছে, হোমলেস লোকজন যাতে বেঞ্চগুলোতে ক্যাম্প স্থাপন করতে না পারে, সে চেষ্টাতেই এসব বার বসানো হয়েছে। এর ফলে হোমলেসদের ঘুমানোর জায়গা যেমন নেই, ঠিক একইভাবে পরের ট্রেন আসার অপেক্ষায় থাকা যাত্রীদের বসার কোনো ব্যবস্থাও থাকছে না।
আর এতেই ক্ষেপে গেছে যাত্রীরা। কলবি বি. নামের ৪৭ বছর বয়স্ক এক যাত্রী মিডিয়াকে বলেন, ‘এই ব্যবস্থাকে আমি ঘৃণা করি। এটি ফালতু কাজ।’
তিনি বলেন, ‘আমি প্রতিবন্ধী। আমার জন্য এক সেকেন্ডের জন্য বসতে পারাও অনেক বড় ব্যাপার।’
ভারদা স্টেইনহাড, ৬৪, জানান, তার ২২ বছর বয়স্ক ছেলেটি অসুস্থ। তার জন্য বসার ব্যবস্থা থাকা দরকার। এই অসুস্থতা নিয়ে দাঁড়িয়ে থাকা তার জন্য কঠিন ব্যাপার।
মারসিয়া সাইমন্সকে স্টেশনে লাঠি হাতে একটি বারে হেলান দিয়ে থাকতে দেখা যায়। সাম্প্রতিক ইঞ্জুরির কারণে তিনি সমস্যায় পড়েছেন। তবে স্টেশনে এসে তিনি কাঠের বেঞ্চ না পেয়ে বেশ হতাশ হয়েছেন।
তিনি বলেন, ‘আমার জন্য বিষয়টি উদ্বেগজনক। আমি ১০ মিনিট হেঁটে এখানে এসেছি। আমার বসা দরকার ছিল।’
অনেকেই এই প্রতিস্থাপনকে ফালতু কাজ হিসেবে অভিহিত করেছেন।
তবে কেউ কেউ এই উদ্যেগের প্রশংসাও করেছেন। জনি রিগ্যান, ৬৯, জানান, এটি ভালো ব্যবস্থা। তবে হোমলেসদের জন্যও কিছু করা দরকার।
অবশ্য কেবল হোমলেসদের আশ্রয় নেওয়া ঠেকানো নয়, এমটিএকে আর্থিকভাবে সাশ্রয়ী করার জন্য হলেও প্রকল্পটি বেশ স্বস্তিদায়ক। কাঠের বেঞ্চের দাম যেখানে চার হাজার ডলার, সেখানে বারের দাম প্রায় ৪৫০ ডলার।
তবে এ ব্যাপারে নিউইয়র্ক সিটির ট্রানজিট প্রেসিডেন্ট ডেমেট্রাস ক্রিকলো কোনো মন্তব্য করেননি।